৩০/১০/২০১৯.সময়- ৩-৪৫ মি:


জীবন প্রবাহ


জীবন একটি নদীর মতো স্রোতধারা
আছে যার নিরবধি ভাঙাগড়ার খেলা,
রয়েছে শত তরংগের মেলা,
ভাসে আশা-নিরাশা, চাওয়া-পাওয়ার ভেলা,
চলে হৃদয়ে উঠা আবেগের ঢেউ  
জীবনের প্রবাহ কোথায় জানে না তা কেউ ।


জীবনে আছে নদীর মতো জোয়ার ভাটা,
আছে প্রাপ্তি, অপ্রাপ্তি ও তৃপ্তির
বয়ে যাওয়া তীব্র স্রোত,
উজার করা ভালোবাসা, অথবা হিংসার উম্মাদনা
আছে সবকিছু গ্রাস করার লোভ-লালসা
কামনা-বাসনা চরিতার্থের উম্মত্ততা ।


জীবন একটি ঘূর্ণায়মান চাকা
চলার পথে কত প্রত্যাশা পরে ঢাকা
ঘাত-প্রতিঘাতে পিষ্ঠ মনের ছবি আঁকা
চলতে চলতে থেমে যায় গতি
আবার থাকে কর্ম চঞ্চলতার ভীর
হয়তোবা শূন্য হয়ে যায় সাজানো নীড় ।


জীবন যেন একটি উম্মুক্ত আকাশ
এখানে পাখির মতো উড়তে চায় সে
কল্পনার জগতে ভেসে বেড়ায় বিরামহীন
পৃথিবীকে আকড়ে রাখে অন্তহীন
নিজের করে পেতে চায় সবকিছু
বাধাঁর পাহাড় ছাড়ে না তার পিছু ।


চলার পথে কখনো সে মহারাজা,
সমস্যার বেড়াজালে হয়ে যায় আলুভাজা,
জীবনের মাঝে থাকে দুর্বিসহ যন্ত্রণা,
হয়তোবা চলে থাকে আনন্দের বন্যা
যতদিন বাঁচে জ্বালাতে চায় আকাঙ্খার বাতি
হঠাৎ একদিন থেমে যায় জীবনের --------
ক্রম  বিকাশমান অভিব্যাক্তি
এবঙ পার্থিব জগতের প্রাণরূপ গাড়ি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।