১২/১২/২০২০ ইং , সময় – রাত – ৯-২০ মিনিট ।


জীবনের  হিসেব  নিকেশ  ?


জীবনের ঘুর্ণিপাকে কেউ লুটেপুটে খাচ্ছে
কেহ অভাব অনটনে মরছে ,
কেউ আরাম-আয়াশে বিভোর
কেহ বা জীবনের ঘানি টানে ভোর রাত দুপুর ,
কারো কত রসনা খাবারের অপচয়
কেহ ক্ষিদের জ্বালায় অসহায় ,
কেহ অঢেল অর্থ  করছে নষ্ট
আবার কেহ বিনা চিকিৎসায় পাচ্ছে কষ্ট ।


যেখানে অবৈধ অর্থের ছড়াছড়ি
সেখানে বিলাসিতায় অনেকেই দেয় গড়াগড়ি ,
ঐ অর্থ সম্পদ লাগে না মানুষের তরে
কত মানুষ নিরন্ন , রোগ-শোকে পরে আছে ঘরে ,
দুঃখী , দুস্থ পড়শিদের বিত্তশালীরা দেখলে হয়
তাহলে , তাদের জীবনে হয় না এত ক্ষয় ,
ধনবানেরা আমোদ প্রমোদে নিত্য অনুপ ব্যস্ত
অন্যের হিতার্থে কিভাবে নিজেকে করবে তারা ন্যস্ত ।


জীবনের রঙীন চশমায় দেখে না কারো দুঃখ
আপনার মাঝে আপনি মত্ত , কোন দিকে নেই লক্ষ্য ,
সুখের তরে সবই করিছ ভেজালে ভণ্ডুল
সে সুখ তোদের দেখাচ্ছে বৃদ্ধাঙ্গুল ,
জোর বা হটকারিতায় আসে না কভু সুখ
মরীচিকার পেছনে দৌড়ে করছে চির ভুল ,
এরপর করতে চায় শুধু ভোগ
ভোগের সাগরে ডুবে , বিচার বিবেক পেয়েছে লোপ ।


অনুভূতিতে আসে না পরের দুঃখ কষ্ট
প্রত্যহ থাকে মগ্ন , আপন সুবিধায় আবিষ্ট ,
জীবনের টানে জীবন না আগালে ভরে বুক
কীভাবে দেখবে অন্তর্বেদনা দের সতত হাসিমুখ ,
এভাবে সুখ দুখের খেলা চলে অপার জীবনে
হঠাৎ একদিন সব থমকে যায় মরণে ,
এ জীবন সন্ধীক্ষণে ধনী গরীব , বাদশা ফকির সবাই সমান
কেহ ই পায় না রেহায় প্রত্যেকেরই একই মান ,
তবু কেন দুনিয়াতে এতসব ক্ষণিক আড়ম্বড়  
যাবার কালে সব মানুষই রিক্ত , নিঃস্ব , দিগম্বর !


শরীফ  নবাব হোসেন ।