তারিখ  ঃ  -  ২৭/০৯/২০২২   ইং  ।


জীবনের   শেষ   বেলা   ? ?


জীবনের বেলা
আছরের সময় গেছে পেরিয়ে
সন্ধ্যা এসেছে ঘনিয়ে
অন্ধকার আসবে নেমে
পুণ্য কাজ –
কিছু করার থাকলে স্পৃহা
নিষ্কলুষ মানসে সেরে ফেল  ;
পাপ-কদর্য কাজের
চিন্তা ঝেড়ে ফেল ,
তাহলে ----------------
এ পাড়  ও পাড়  দু,পাড়েই
থাকবে শান্তিতে  ।।


জীবনের ব্যস্ততা
আয়োজনের ঘনঘটা
বর্ণিল রঙের ছটা
অগাধ পাবার লিপসা
চমকদার অর্জনের প্রত্যাশা
চাল-চলনের বাহুল্যতা
পদ-ক্ষমতার দাপট দাম্ভিকতা
অর্থ-সম্পদের সাড়ম্বরতা
শক্তি-সামর্থ্যের নিরঙ্কুশ অহমিকা
সবই আজ ঘুণে ধরা ঝাপসা  ! !


জীবনের শেষ বেলা টা
এমন  বাস্তব যা –
শীতের শুকনো ঝরা পাতা
বাগানের ঝরা ফুল
শুকানো ডাল
মরা গাং
উত্তপ্ত রুক্ষ মরুভূমি
উই পোকায় নষ্ট আসবাবপত্র
মুছে যাওয়া পাণ্ডুলিপি
জং পড়া মেশিন
নিজের কাছে অনেক কিছু
বর্তমানে মূল্যহীন  ।।


শরীফ  নবাব  হোসেন  ।