তারিখ ঃ – ২১-০১-২০২২ ইং , সময় – বিকাল – ৩-৪৫ মিনিট ।


যোগাযোগ  ! !


সামাজিক যোগাযোগ
অনলাইন যোগাযোগ
মুঠোফোন সংযোগ
চিঠিপত্র , ই-মেইল
পত্রিকা , ম্যাগাজিনে যোগ
যানবাহনে যাতায়াত সাক্ষাৎ
খেলাধূলা , উৎসব আয়োজন
মেলা , আচার-অনুষ্ঠান
মসজিদ , মন্দির , গির্জা , প্যাগোডায় মিলন
মিছিল , সেমিনার , জন সভা
শিক্ষা প্রতিষ্ঠান , পাঠাগারে সংযুক্ত
গান , কবিতা , সাহিত্যে
কত সব  যোগাযোগ ।।


তবে ------------
সবচেয়ে শ্রেষ্ঠ , নিখুঁত
অনুপম , পবিত্র , মহামূল্য
যোগাযোগ -
কোন মাধ্যম বিহীন
জাগতিক বিনিময় বিহীন
অন্তরের নিবিড় যোগাযোগ !  


সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ
সৃষ্টির সাথে অবিরত
মাতা পিতা , ভাই বোন
আত্মীয় স্বজনের সহিত ,
ছাত্র শিক্ষক
প্রেমিক প্রেমিকা
পাড়া প্রতিবেশী
মালিক শ্রমিক
ক্রেতা বিক্রেতা ,
আপন কর্ম ও কর্মস্থল
সৃজনশীল অধ্যবসায়
সবকিছুতেই থাকতে হবে
হৃদয়ের অকৃত্রিম চিরন্তন
যোগাযোগ ।।


আর তাই যদি হয় ----------
এ যোগাযোগ ই হবে –
স্থায়ী , অমলিন
মঞ্জুল , নিঃস্বার্থ
প্রেমময় , বাস্তব
অবিনশ্বর এবং স্বর্গীয় ।।


শরীফ নবাব হোসেন ।