০৩/১০/২০২০ ইং , সময় – রাত – ৭-০০ টা ।


যোগাযোগের মাধ্যম । ।


নাচ গান
খায় পান
অভিনয় আবৃতি
জাগে খুশির প্রবৃত্তি
কবিতা আর গল্প
আনন্দ নয় অল্প
নাটক উপন্যাস
জীবনের বিন্যাস ।


সাহিত্য প্রবন্ধ
থাকে না অন্ধ
চিঠিপত্র তৈলচিত্র
ভাব প্রকাশে বিচিত্র
কার্টুন  ছড়া
নয়তো মনমরা
বক্তৃতা  বিতর্ক
বলতে হয় সতর্ক ।


পত্রিকা ম্যাগাজিন
পাঠকের খোরাক  অসীম
মিডিয়ার  খবর
দেখতে শুনতে জবর
প্রামাণ্য চিত্র
অভিজ্ঞ তায় সু চিত্র
চালচলন কথাবার্তা
বিনিময়ে মনের বার্তা  ।


ইশারা ইঙ্গিত
না বলা সংগীত
খেলাধূলা অঙ্গভঙ্গি
মৈত্রিতার  সংগী
চোখে চোখে দেখাদেখি
ভাবের আঁকিবুঁকি
মিষ্টি  মুখের হাসি
বাজে ভালোবাসার বাঁশি ।


চিত্র কর্ম ছবি অংক
ভাব প্রকাশের বন্ধন
সম্মেলন , সভা সমাবেশ
জনতার সন্নিবেশ
স্থাপত্য কর্ম  কারুশিল্প
সৌন্দর্যের  নেই বিকল্প ।


মিছিল , র্যালী , মানব বন্ধন
ভাব বিনিময়ের অঙ্গন
সেমিনার সিম্পোজিয়াম
সময়ের  আনে জ্ঞান
শ্রেণি কক্ষে পাঠ দান
শিখন তার চলমান
এভাবে ই চলতে থাকে
যোগাযোগের সমাধান ।


এত সবের মাধ্যমে
যোগাযোগ হয় সারাক্ষণ
ক্ষণে ক্ষণে চিত্তপটের
অনুভবে বদলায় রং


সাবধান !
এগুলোর অপব্যবহার
সমাজের অশেষ ক্ষতি
অবক্ষয়ে ডুবে মরে
থাকে না কোন গতি ।


তাই সব মাধ্যমের
চর্চায়, চেতনায়  থাকবে
সঠিক ও শিক্ষণীয় ব্যবহার
ফলে সুন্দরতম
সুস্থ , সমাজ গঠনে
থাকবে তাদের অগ্রাধিকার !


শরীফ নবাব