তারিখ ঃ -–01/12/2022 ইং ।


যৌবন  কার  ? ?


আমি হলাম ক্ষুব্ধ
কিছুটা বাকরুদ্ধ
হলাম বিমর্ষ
রেগে গেলাম
কিন্তু -------------
গেলাম না হেরে  ! !
কারণ –
তুমি বলেছো
যৌবন টা শুধু তোমার  ;
আমার না  ?


আমি বলি ----------
যৌবন আমার ,
আমার যৌবন
সংরক্ষিত , দৃপ্ত প্রত্যয়ে
কাছে আছে আমার  ! !


যার আছে ---------
অদম্য কর্ম স্পৃহা
আছে , থাকবে আমৃত্যু
সমাজের প্রতি দায়বদ্ধতা
মানুষের প্রতি ------
দায়িত্ব ও কর্তব্যবোধ
অন্যায়-অসত্যের বিরুদ্ধে
জাগ্রত বিবেকের সাড়া ;
আছে হৃদয়ে
কল্যাণকর সচেতনতা ,
দেশ ও জাতির কাছে
আপন কর্মের জবাবদিহিতা ,
সে ই বা তার আছে
ঃ যৌবন  ঃ  । ।


তাই আমি বলি –
যৌবন টা আমার
আমি চির যৌবনের  ! !


শরীফ নবাব হোসেন ।