তারিখ ঃ- ১০-০৪-২০২২ ইং , সময় ঃ সকাল – ৯-০০ টা ।।


যুদ্ধ   ও   যুদ্ধবাজের    কথা



( ১ )


যুদ্ধ বাজ যুদ্ধ বাধায়
ভুক্তভোগী কে কাঁদায়
খুন করে মানুষ
নেই তাদের কাণ্ডজ্ঞান , হুশ !


( ২ )


খালি করে মায়ের বুক
তাতে পায় কী সুখ  ?
বাড়ায় সকলের দুঃখ
হতাশায় মলিন মুখ ।


( ৩ )


চালায় গুলি
ফাটায় বোমা
সৈন্য দলের আক্রমণ
নিরীহ জনতার মরণ  !


( ৪ )


যুদ্ধাংদেহী মনোভাব
চিন্তায় আগ্রাসনের প্রভাব
জন জীবনে সীমাহীন দুর্ভোগ
মানবতার বড়ই অভাব  ।।


( ৫ )


লাখে লাখে উদ্বাস্তু
যেন আশ্রয়হীন পশু
আপন বসত-বাড়ি ছাড়া
শোকে বিহ্বল স্বজন হারা ।


( ৬ )


ক্ষমতাশালী রাষ্ট্রের দাপট
নিত্য বিশ্বে ব্যাপক
নেই কোন সুরাহা-বিচার
এটাই সভ্য সমাজের আচার  ! !


( ৭ )


নামধারী নেতারা সমর চায়
জনগণের নেই সায়
প্রকৃত ই ওরা কী নেতা ?
না , রাবণ-অসুরের ভ্রাতা !


( ৮ )


একটা রণে অগণিত প্রাণহানি
হয় সহায় সম্বল হীন
মাতৃভূমি , আপনজন ছাড়া
এরা নয় কী স্রষ্টার সৃষ্টিতে সেরা  ?  


( ৯ )


সংঘাতের ধা-মা-মা
মানুষ মানুষে হাঙ্গামা
এটা মানুষ রূপী প্রেতাত্মা দের মহিমা
জীবনের অসহনীয় যন্ত্রণা  ! !


শরীফ নবাব  হোসেন ।