২৯/১২/২০১৯, রাত -১১-২৫ মিনিট


কবিদের কবিতার আসর


ওয়েব সাইটির নাম বাংলা কবিতা
নতুন কবিদের এটি প্রাণের সঞ্চয়িতা
এখানে নবীন - প্রবীণ কবিদের আসর
হয় ফুলকলি কবিতার বাসর
কবিরা লিখেন মনের নিরন্তর কবিতা
কবিতাগুলো পাঠে অন্তরে লাগে দুধে-আলতা
কবিতা বাণী দিয়ে করেছেন বিশ্ব  সমৃদ্ধ
এগুলো কবিতা নয় যেন মধুময় অমৃত ।


লিখনির মাধ্যমে কবিদের হয় যোগাযোগ
পায় তাঁরা অফুরান স্বর্গীয় সুখ
প্রতিদিন সৃষ্টিতে  আসে  নতুন  মুখ
আনন্দে ভরে উঠে আসরের বুক
পাঠকেরা নিত্য নতুন কবিতা পাঠ করে
আনন্দ – উল্লাসে ফেটে পড়ে ।


কবি ও পাঠক কবিতায় দেয় মন্তব্য
মন্তব্য নিয়ে কবিতার ঘটে সঠিক গন্তব্য
কবিতার কথা, বাণী ও পংক্তি অসাধারণ, অনন্য
দেখে মুগ্ধতায় হয়ে যায় ধন্য
তাঁদের সৃষ্টি চর্চা ও  কর্ম  সমূহ অনুপম
দেশের এরূপ কর্ম –প্রচেষ্টা নিরুপমম ।


                      
  নতুনদের কাছে কবিতার আসর বয়ে আনছে শিক্ষা
নব নব সৃষ্টিতে নিচ্ছে  প্রাণে দীক্ষা
বাংলা কবিতার আসর
তোমার কাছে আমরা চির ঋণী
আমাদেরকে বানিয়েছো তুমি
নতুন চলার পথের অসাধারণ ধ্যাণী
কবিতার আসরে মিলে লক্ষ তারার ঝিকিমিকি, চাঁদের হাসি
প্রাণে বাজে মানবতার জয়গানের বাঁশি ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব , দেওয়ানহাট ।