৩০/১২/২০১৯, সকাল – ৮-০০ টা


কবিতা  বলছে  সবিতাকে


আমি লিখি কবিতা
পাশে থাকে সবিতা
কবিতা বলে –
সবিতা তোমায় দেখি চাঁদে
সবিতা খুশিতে চুল বাঁধে
তুমি থাকো লক্ষ তারার ঝিকিমিকি
সবিতার চোখ দুটি করে মিটিমিটি
তুমি মেঘে মেঘে বেড়াও ভেসে
সবিতা দিয়েছে মুচকি হেসে
তুমি সাত সমুদ্রে ভাসো ভেলায়
সবিতা মেতে উঠে লুকোচু্রি খেলায়
তুমি আছো বাগানে ফোটা ফুলে
আনন্দে সবিতার হৃদয় দোলে ।


তোমায় দেখি নীল আকাশের কোলে
সবিতা গান ধরেছে মিষ্টি  মধুর বোলে
ভোরের শিশিরে তোমায় দেখতে পায়
সবিতা খুশিতে চোখ নাচায়
তুমি আছো নীড়ে ফেরা পাখিদের ভীড়ে
সবিতা খেয়ে মত্ত মজার ক্ষীরে
তুমি আছো আমার পংক্তি মালায়
সবিতা পড়েছে প্রেমের জ্বালায় ।


তুমি আছো ভোরের রাঙা  সূর্যের হাসিতে
সবিতা ব্যস্ত আয়নায় দেখে দেখে সাজিতে
এক সময় কবিতা গেল থেমে
শুনতে শুনতে সবিতা গেল ঘেমে
কবিতা বলল এবার করি বর্ণন শেষ
সবিতা বলল বেশ ! বেশ ! বেশ !


শরীফ নবাব হোসেন