২৮/১১/২০১৯, সময় –দুপুর- ১২-১৫মিনিট


কবিতা ও প্রেম


কবিতার মাঝে প্রেম নিহিত
প্রেমের মাঝে কবিতা আবিষ্ট,
ধরা  যায় না, ছোঁয়া যায় না,
নেই কারো নির্দিষ্ট ঠিকানা ।


কবিতার অংক কিছুটা সহজ
প্রেমের অংক জটিল,
প্রেমের জালে গোলক ধাঁধায়
কবিতাকে ভীষণ নাচায় ।


প্রেম কাঁদায় কবিতাকে
প্রেম হাসায়ও তাকে,
প্রেমের কলকাঠিতে পড়ে কবিতা,
তাল-বেতালে নষ্ট হয় মাথা ।



কবিতা বিচরণ করে গ্রহ-নক্ষত্রে, সমুদ্রের অতলে
প্রেম খোঁজে বেড়ায় তখন তাকে,
কবিতা আনন্দে দেয় ধরা,
পংক্তিতে পংক্তিতে প্রেম হয় পাগল পারা ।


প্রেমকে কাছে পেলে
কবিতা হয় মহাকবি,
বর্ণে বর্ণে, শব্দে শব্দে মিলনে,
আকেঁ হাজারো কল্পনার ছবি ।


এভাবে একদিন নিঃশেষ হয়
প্রেম-রূপ, কাহিনীর জ্বালা,
কবিতা তখন পড়িয়ে দেয়,
আরেকটা নব-জীবনকে ভালবাসার মালা ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মিরবাড়ী, দেওয়ান