১১/১২/২০১৯, সময় – ২-০০ টা


কাজের ছড়া


কাজে অনেক সম্মান
নেই কোন অপমান
কাজের মাঝে আনন্দ
করে হই ধন্য ।


কাজে পাই অনেক সুখ
হবো না কভূ কর্ম বিমুখ
কাজে আছে শান্তি
দূর হয় সকল অশান্তি ।


কাজে থাকি ব্যস্ত
করে যাবো সমস্ত
হবো মোরা কাজের মানুষ  
উড়াব স্বপ্নের ফাণুস ।


হবো না সাধে গাধা
মানব না কাজের বাধা
কাজ করতে চাদেঁ যাবো
মজার মজার খাবার খাবো ।


থাকব না কেহ অলস
কাকেঁ নেয় বধু কলস
থাকবো না ঘুমে অসময়
জীবনটা হবে না যন্ত্রণাময় ।


কাজের কাজ হয় মধুর
সোনার কাঠি হাতে যাদুর
কাজে দেয় সুন্দর মন
সবকিছু করি যতন ।


যদি থাকে মনোবল
কাজে পায় ভাল ফল
পরিশ্রম করি বেশী
দেশের সেবায় হাসি ।


কাজে হবো না পিছপা
ভাসিয়ে দেব সোনার গা
সকাল দুপুর সন্ধ্যা বেলা
বসাব কাজের মেলা ।


যদি যেতে হয় যাব
সাত সমুদ্র তের নদীর ওপার
নিতে হয় নেব
সব কাজ-কর্মের ভার ।


শরীফ নবাব হোসেন