তারিখ ঃ ০৩-০৩-২০২১ ইং । সময় – রাত – ১০-০০ টা ।


কাজের  কথা  । ।


কাজ করা চাই দ্বিধা দ্বন্দ্ব হীন
কর্ম  ব্যতীত  সব মূল্যহীন ,
কাজ সমাপনে সিদ্ধান্তে  অটল
তখন ধরবে না এর ফাটল ।


যেটা যখন দরকার
তখনই করা চাই ,
তাতে জুটে প্রত্যাশিত ফল
মনে ও স্বস্তি  পায় ।


কাজে থাকবে দৃঢ় শপথ
সবাই হবে ঐকমত
থাকবে না হেলা ফেলা
বসবে ভালো ফলের মেলা ।


চলবে যুক্তিতর্ক , আলোচনা , সমালোচনা
এতে নেই মানা
এরপর সুচিন্তিত সিদ্ধান্ত  
উন্মোচন  হবে নতুন দিগন্ত ।


হতে পারে মতামতের অমিল
তা নয় চূড়ান্ত  গড় মিল
সবই সুচারু কাজের  স্বার্থে  
পণ্য-সেবার মান রক্ষার্থে  ।


কথা নয় , ফলাফল ই আসল
গুণা গুনে না হয় যাতে নকল
হয় যদি নকলের ছড়াছড়ি
জীবনের তখন সব টাই বিকল ।


প্রক্রিয়ায়  হতে পারে দ্বিমত
জন স্বার্থে - বাস্তবায়নে থাকবে সহ মত
তা হলে সফল হবে লক্ষ্য ও উদ্দেশ্য
বাড়বে সুবিধা ভোগী দের  ঐক্য ।  


ব্যক্তি  নয় ,  বাহুল্য তা নয়
প্রতিষ্ঠানের আদশই বড়
সৎ আদর্শ  সমাজে  প্রতিষ্ঠায়
প্রত্যেক সচেতন নাগরিক লড় ।


কাজের মানের সাথে নয় আপোষ
ফলে ভোক্তা রা হবে না নাখোশ ,
দুর্নীতির  করাল গ্রাসে পা বাড়িয়ে  
আমরা না হয় যেন বেহুঁশ ?  

শরীফ নাবাব হোসেন ।