২৯/০৫/২০২০ , সময় – ৩-০০ টা


কার্নিসের   সে  গাছটি   । ।


কচি কচি সবুজ সবুজ পাতা
মায়ায় ভরা গাছটির নাম আতা
দেখতে লাগছে বেশ ভালো
ছড়াচ্ছে সবুজ ঘেরা প্রশান্তির আলো ।


বাতাসে ডালপালা , পাতা হেলে দুলে
তার রূপ দেখে সবকিছু যায় ভু্লে
প্রচন্ড  রোদে  সে যায় শুকিয়ে , পরে নেতিয়ে
পানি , সার পরিচর্যায়  উঠে সতেজ হয়ে ।


বাতাসে দোলে দোলে প্রতিবশীদের জানায় সে অভিনন্দন
তার সাথে সৃজিছে  আত্মার  আত্মীয়ের বন্ধন
দিয়ে যাচ্ছে গাছটি অবিরত খাঁটি অক্সিজেন
শোষণ করে নিচ্ছে কার্বন-ডাই-অক্সাইড ও মি্থেন ।


শিশু , কৈশোর , পেরিয়ে  সে এখন তারুণ্যে
মানুষের মাঝেই করছে বাস না থেকে অরণ্যে
সবার পাশেই দাঁড়িয়ে আছে  প্রকৃতির একটি সন্তান
জগতের  স্বার্থপরতাকে করে দিয়েছে সে ম্লান ।


তার নেই কোন হাজার রকম চাহিদা
নিষ্পলক চেয়ে থাকে মানুষের উদ্দাম লোভ-লালসা
নির্বাক  দেহে সে বলছে শান্তি , সাম্য ও কল্যাণের  বাণী
তার ঐ ললিত বুলি মানুষ না শুনলেও শুনছে অন্তর্যামী !

আশপাশের সবার সাথে গড়েছে  তার অনুভূতির সখ্যতা
নির্ভেজাল  গাছটির নৈসর্গিক সত্তা প্রাণে ছড়ায় বিমুগ্ধতা
তারা শুধু জানে দিতে , নিতে জানে না
ছায়া , পত্র-পল্লব , পুষ্প , ফলে ত্যাগ  কারো মননে আসে না ।


শরীফ নবাব  হোসেন ।