২৮/০২/২০২০, বিকাল – ৩-৩০ মিনিট


করোনা  ভাইরাস  বনাম  প্রকৃতি  ! !


প্রকৃতি মহান সৃষ্টিকর্তার  অনুপম দান
এরিই মাঝে বেঁচে আছে মোদের প্রাণ ।
বাহ্যজগতে বিদ্যমান যত বাহারি উপাদান
জীবনের জন্য রাখে তারা অতীব অবদান ।
নিসর্গের যেখানে যা যা সৃষ্টি  
মানুষের জন্য সেটা প্রশান্তির বৃষ্টি ।
এজন্য প্রকৃতির  সৃষ্টিকে  অক্ষত রাখা প্রয়োজন
বিপরীতে আমরা করি ধবংসের সব আয়োজন !
মানবের চলাফেরা, কলকারখানা, খাবারদাবার  এমন হবে
সৃষ্টির কোন কিছুরই ক্ষতি হবে না ভবে ।
জগতের  চিরায়িত নিয়মকে যদি বৃদ্ধাঙ্গুল দেখাই
নিয়মের ব্যতিক্রমে ধরা একসময় মানুষকে কাঁদায় ।


বর্তমানে আদমেরা প্রাণপণে মেতেছে স্রষ্টার সৃষ্টির ধবংসে
মহান প্রভু বিরাগ ভাজনে হাত দিয়েছেন আমাদেরি বংশে ।
নব্য যুগে মানুষের উপর মানুষের নির্মম নির্যাতন দেখে
হিংস্র, হানব-দানব, পশুরাও  লজ্জায় উঠে হেসে ।


এরিই মাঝে মেদিনীতে প্রাদুরভাব কাল ভাইরাস করোনার
চীনসহ দিশেহারা মানুষ ভয়ে মরণ যন্ত্রণার ।
বিশ্বের আরো অনেক দেশে ঘাতক এ করেছে বিস্তার
আধুনিক প্রযুক্তি  ভরা ধরায় মানব  পাচ্ছেনা নিস্তার ।
প্রযুক্তির কলাকৌশল যত নবতর রুপে বাড়ছে
মরণ ব্যাধিরাও  নতুনরুপে মানুষের ঘাড়ে বসে মারছে ।
শত কোটি  মানুষ, হাজারো মারণাস্র, হালের সব যন্ত্র
কাজে আসছে না একটি ঘাতক দমনে কোন অস্ত্র,তন্ত্র-মন্ত্র ।
সংঘাত সংকুল বর্তমান  বিশ্ব  উনুনের উপর একটি উত্তপ্ত  কড়াই
এরপরও  মানবকুল  করছে সভ্যতা ও মানবতার বড়াই !  
সুতরাং, মানুষকে মানতে হবে বিধাতার দেয়া প্রকৃতিগত বিধান
এতে মিলবে, বসু্মাতাকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে বহুমাত্রিক সমাধান ! !


শরীফ নবাব  হোসেন ।