২৭/১২/২০১৯, সময় – বিকাল- ৪-১৮ মিনিট


কেউ  মনে  রাখে   না


বেঁচে থাকতে কত আদর-আহলাদ !
মহা ব্যস্ত, কত সমস্ত
খাওয়া-দাওয়া, উঠা বসা
শত রকম দামী, সুস্বাদু খাবার
গরম পানি, ঠান্ডা পানি
লেপ, তোষক, মকমলের বিছানা
এসি- নন এসি, ঘরের কত বাহার
চারি পাশে কত মানুষ !
হৈ চৈ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব
কত রকম খোঁজ খবর
কোন অসুবিধা হচ্ছে কিনা
থাকলে সমাধান করা হবে
খুব তারাতাড়ি এতসব নজরদারী ।


এত কিছুর পর একদিন
জীবন প্রদীপ নিভে যাবে
কেহ ঠেকাতে পারবে না !
খালি হাতে, খালি দেহে
নিরবে, নিভৃতে, অসহায় ভাবে
চলে যেতে হবে মাটির ঘরে
মাটির বিছানায় একাকী ।
সবাই মিলে রেখে আসবে
নিস্তেজ দেহটা !


এরপর দিন গড়িয়ে যায় --------
মাস যায়,বছর যায় ।
সব ধূসর হয়ে আসে
স্মৃতি থেকে মুছে যায়
তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মকান্ড ।
দুনিয়া থেকে যেভাবে বিলীন
হয়ে গেছে সেভাবে
মানুষের হৃদয় থেকেও মুছে যায় ।


আফসোস করে বলতে হয় –
যেভাবে যাওয়ার কথা
সেভাবেই গেছে
পৃথিবীর কোন কিছুই আর
তাঁর কাজে আসবে না কোনদিন
হয়তো কেউ দুই দিন মনে রাখবে
হয়তো রাখবে না !  
শেষ হয়ে গেছে সবিই শেষ
থাকবে না আগেকার কোন রেশ ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।