তারিখ ঃ -–19/11/2022 ইং ।


শরীফ নবাব হোসেন ।


কেমন মরদ  ? ?


আছ কত মরদ
নেই মুরদ
পারে অকল্যাণ
পারে না সমাজের কল্যাণ ।
দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ে
মানুষের কপাল পুড়ে
কেউ না খেয়ে মরে
কারো কারো পেট ভরে ।


মূল্য বুদ্ধির সময় বলে বেড়ায় -
আন্তর্জাতিক বাজারে বাড়ছে দাম
বিশ্ব অর্থনৈতিক অবস্থা মন্দা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
তেলের দাম বৃদ্ধি
মেঘ নেই আকাশে
পানি নেই পাতালে
কত অজুহাত ছড়ায় বাতাসে  ! !



বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের
তাদের মুখে মুখে এসব সস্তা বাণী
তখন সিণ্ডিকেট ধারী সুযোগ সন্ধানী
বাড়ায় আরো বেশী দামের খনি ।।
কিন্তু বিশ্ব বাজারে কমে দাম
‘’ মোগ দেশে আর কমে না   ‘’
উঠছে তো উঠছে হিমালয়ের চূড়ায়
রাজরানী আর নামে না  । ।


কর্তা ব্যক্তিরা কেমন মরদ
দাম বাড়ার স্ব পক্ষে কত যুক্তি
উঠলে- নামাতে আর পারে না
তাদের থাকা আর দরকার কী  ? ? ?


কথার ফুলঝুরি নয়
থাকতে হবে কাজের ফুলঝুরি
অবৈধ অযোগ্যতা নয়
থাকবে নৈতিক কর্মকাণ্ডের যোগ্যতা ।।


শরীফ নবাব হোসেন ।