১৯/০১/২০২০, সময় – বেলা – ১১-০০ টা


খল  নায়ক, খল  নেতা


মানুষকে দেয় ধোকা
কথায় কাজে বানায় বোকা
কুটকৌশলে রপ্ত
চারিদিকে কালো হাত ব্যাপ্ত
আসেপাশে রাখে চামছা
সুযোগ বুঝে দেয় খামছা
ব্যাংক-বীমায় তছরুপ হাজার কোটি
দেশের সম্পদ নিচ্ছে লু্টি
শেয়ার বাজার করেছে বেহাল
আঙুল ফুলে কলাগাছের বেসামাল ।


উন্নয়নের নামে পুকুর চু্রি
এতে নেই তাদের জুড়ি
কথায় ছাড়ে মানুষের উন্নয়ন
দেশের সম্পদে থাকে সুনয়ন
সব কাজে পাকা কমিশন
ভোটের সময় নেয় নমিনেশন  
দেশের অর্থ  যেখানে
খলদের লোভি  হাত সেখানে
বাজেটের বেশী ভাগ যায়
তাদের পকেটে
সাধারণ জনতা ভুক্তভোগী
যায় এদের গলাকেটে ।


দ্রব্যমূল্যের উর্ব্ গতি
নাভিশ্বাসে ক্রেতার মতিগতি
খলনেতা, খল নায়কের
সব কিছুতেই আছে মনযোগ
ক্ষমতাশীল অদৃশ্য হাতের
সাথে থাকে যোগাযোগ ।


সব সময় তারা
সুযোগ সন্ধানি, সুবিধাভোগী
সমাজ সেবার নামে
নিজেরাই হয় উপকার ভোগী  
মানুষের হৃদয় থেকে দেয় ধিক্কার
উনারা, মঞ্চ কাঁপিয়ে করে চিৎকার
বেঁচে থাকতে পাবার যোগ্য তিরস্কার
মরণের পর জুটে মরণত্তোর পুরুস্কার !


শরীফ নবাব হোসেন , স্য।ম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট ।