১৫/০৪/২০২০, সময় – দুপুর -২-০০টা


ক্ষণস্থায়ী   সফর


যানবাহনে যাত্রা শুরু করে
একসময় আপন গন্তব্যে তা শেষ করে
মানুষ ভ্রমনে যায় দূর-দূ্রান্তে
ভ্রমন শেষ করে ফিরে আসতে হয়
কর্মজীবি চাকরী শুরু করে
নির্দিষ্ট  সময় পর অবসর নিতে হয় ।


মাঝি নৌকা নিয়ে নদী ও সাগরে যায়
আবার তীরে নৌকা ভিড়ায়  
খেয়া পারাপারে পথিক পার হয়
পরক্ষণে নিজ ঠিকানায় ফিরে যায়  ।


পশুরা সকালে চড়তে বেড়িয়ে পরে
সন্ধ্যাকালে নিজ খোয়ারে আশ্রয় খোঁজে
পাখিরা উড়ে বেড়ায় মুক্ত আকাশে
সাঝেঁ নীড়ে ফিরে আসে
বালক-বালিকারা বালুচরে খেলা করে
বেলা শেষে খেলা সাঙ্গ করে আবাসে যায় ।


ঝর্ণা পাহাড় থেকে জন্মে বিলীন হয় নদীতে
আর নদী গিয়ে মিশে সমাপন তার সাগরে
বছর ঘুরে আসে বছর
অর্থাৎ সময় হারিয়ে যায় কালের গর্ভে
চক্রাকারে ঋতুর পরিবর্তন ঘটে
পুনরায় শুরু হয় নতুন ঋতুর  
এভাবে ভুবনের সবকিছুর
আছে শুরু আছে শেষ !


এ পৃথিবী চির নশ্বর
তাই এর প্রত্যেক কিছুর ধ্বংস অবশ্যাম্ভী
মানব  জীবনও  ক্ষণস্থায়ী
আরম্ভ হয় ঘটা করে, নিঃশেষ হয় খুব দ্রুত নিভৃতে ।
জীবন নামক নদীর সর্বশেষ পরিসমাপ্তির ঠিকানা  
মৃত্যুর পর পরপার নামক মহাসাগরের অসীম মোহনা ।


শরীফ নবাব হোসেন ।    
              
১৫/০৪/২০২০, সময় – দুপুর -২-০০টা