তারিখ  ঃ  - ২৩/১০/২০২২  ইং ।


কিভাবে  কী  হারায়  ! !


পথিক  -  পথ  হারায়
নদী  - গতি হারায়
সূর্য গ্রহণ  - আলো হারায়
চন্দ্র গ্রহণ  - দীপ্তি ও সৌন্দর্য  হারায়
অলসতায় – সম্পদ হারায়
লোভে  - দিক-বিদিক জ্ঞান হারায়
ধূর্ততায়  - আস্থা ও বিশ্বাস  হারায়
মিথ্যা  - যথার্থ সুখ-শান্তি হারায়
বেশরম  -  লজ্জা  ও ললিত-লাবণ্য হারায়
পড়ালেখা বিহীন – বিদ্যা ও জ্ঞান হারায়
ভালোবাসা হীন হৃদয়  - ভালোবাসা হারায়
স্বার্থপরতায়  -  সম্পর্ক হারায়
নিষ্ঠুরতায়  - মনুষ্যত্ব হারায়
বিচার-বিবেক হীনতায়  - মানবতা হারায়
কৃপনতায়  - আত্মার  জৌলুস হারায়
বদমেজাজে – কাণ্ড জ্ঞান হারায়
অধর্মে  - চরিত্র হারায়
অবিশ্বাসে  -  ধর্ম  হারায়  
হীনমন্যতায়  - মানুষের স্বর্গীয় রূপ হারায়
উশৃঙ্খলতায়  -  জীবনের  ভারসাম্য ও প্রকৃত মাধূর্য হারায় ।।


শরীফ  নবাব  হোসেন  ।