০৯/০৭/২০২০ ইং , সময় – রাত - ৯ – ১৫ মিনিট  ।


কবির স্বপ্ন   । ।


কবি স্বপ্নে  -
সুখের পাখা মেলে  চায় উড়তে
মেঘে মেঘে নীল আকাশে চায় ভাসতে  
ঝর্ণার ন্যায় দুরন্ত  গতিতে  
বয়ে চলে যায় নদীতে মিশে
মাছ হয়ে সমুদ্রের গহীন তলদেশে
বিচরণে ভেসে বেড়ায়
বৃক্ষ হয়ে  বাতাস ও ছায়া দেই
কিরণমালী হয়ে কিরণ ছড়ায়
ভরিয়ে দেই প্রাণ নিশাকরের  স্নিগ্ধতায়
কবি  ভালোবাসা বিলা বে –
শব্দে শব্দে , চরণে চরণে কবিতায়  ।  
  
কবির প্রত্যাশা  প্রতিটি জীবনের  প্রাপ্তি   একটি শান্তির নীড়
দেশের মানুষের সুখের ভিড়
থাকবে না মানুষে মানুষে বৈরী তা
ঘরে ঘরে সুবাতাস , বন্ধুত্বের বারতা
স্বপ্নে   ভরা স্বর্গ  হবে ভুবন
একে অপরের বন্ধুত্বে নিবিড় আপন
দূর হবে বসুধায় , কৃত্রিম বৈষম্য
প্রস্ফুটিত হবে মানবতা আর সাম্য
আকাশে , বাতাসে ভাসবে না স্বজন হারা  ক্রন্দন
শাসন , শোষণ , অত্যাচার বিলীন হয়ে রচিবে প্রীতির বন্ধন  । ।


কবির স্বপ্ন –
গোলাবারুদ সব হবে ধ্বংস
মারণাস্ত্র   মহা সমুদ্রের অতলে হবে নিক্ষিপ্ত  
প্রতিরক্ষা বাজেট নেমে আসবে শূ্ন্যতে
বিশ্বব্রহ্মাণ্ডে  থাকবে না সৈন্য বাহিনী
আক্রমন শানাবে না এক দেশ অন্য দেশে
গোলা-গুলি , বোমায় মরবে না নিরীহ  মানুষ
কৃষ্টি , সংস্কৃতি , স্বীয় আচার-অনুষ্ঠান ও ধর্ম  পালনে
থাকবে না কোন বাঁধা বরং চলবে সহযোগিতা
মানুষের অধিকার সুরক্ষা হবে মর্তে  সর্বদা  ।


এমনি করেই পূর্ণতা পাবে কবির স্বপ্ন
শান্তির সু বাতাসে মেদেনী বাসীর অন্তর  সুপ্রসন্ন
আত্মার  পরিপূর্ণতা  লাভ  শিক্ষা ও চিকিৎসায় ধন্য
যোগাড় হবে প্রতিটি মানুষের  আবাস , বস্ত্র , কর্ম  ও অন্ন । ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , চট্টগ্রাম ।