তারিখ ঃ – ২০/০৭/২০২১ ইং , সময় – রাত – ৯-৩০ মিনিট ।


কোরবানির  ত্যাগের   শিক্ষা  ।।


কোরবানির প্রকৃত শিক্ষাই ত্যাগ
প্রভুর রাহে  সমাপন হবে এর যাবতীয় কাজ ।
কোরবানির মূল উদ্দেশ্য নয় মাংস ভক্ষণ
প্রক্রিয়ায় রয়েছে নিঃস্ব-গরীবের অধিকার সংরক্ষণ ।
পশুর মাংস তাদের দিতে হবে এক তৃতীয়াংশ
ভোগ করবে পরম আনন্দে সমান অংশ ।
আত্মীয়-স্বজন কে বিলাতে এক ভাগ
এতে নেই অন্তরে কোন প্রকার খাদ ।


পশুর চামড়ার অর্থ পাবে দুঃস্থ জনেরা
আর্থিক ভাবে সহজেই স্বচ্ছল হবে তারা ।
যাদের নেই তাদের হবে না চাইতে
স্বেচ্ছায় স্বচছল যাঁরা নিঃস্বার্থে হবে দিতে ।
কোরবানির কাজে দিতে হবে ন্যায্য পারিশ্রমিক
মাংসের মাধ্যমে পরিশোধ হবে না মূল্য সে কায়িক ।
ভেদাভেদ ভুলে ত্যাগের অপার মহিমায় হবে সব এক
মুমিনের এক আওয়াজ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক ।।


সবকিছুতেই বিলীন থাকবে একমাত্র আল্লাহর  সন্তুষ্টি
কোন কাজে  না থাকে  যেন লোক দেখানো ধর্মীয় কৃষ্টি  ! !
সহী কোরবানীতে পাবে পশুর লোমের সমান পুণ্য
আল্লার সান্নিধ্য লাভে বান্দার জীবন হবে ধন্য ।
ধর্ম ভীরু গণ সারা বছরই লালন করে এ ত্যাগের শিক্ষা
স্বার্থপরতা  বিসর্জন দিয়ে নেবে মানবতার দীক্ষা ।
কোরবানির যথার্থ শিক্ষাই মানুষের আত্মিক , আর্থিক ও সামাজিক ত্যাগ
এ মর্মে  সম্পাদিত হবে এর যাবতীয় পবিত্র কাজ ।
হযরত ইব্রাহীম ও ইসমাইলের  ( আঃ )  ত্যাগে রবের নৈকট্য লাভ
মুমিনেরা সহস্র বছর অনুশীলনে  করছে পাপের সাফ  ।।


শরীফ নবাব হোসেন ।