তারিখ  ঃ  - ০৩/০৯-২০২২  ইং  ।


কর্মযজ্ঞের   বৃত্ত-  ০২ ।।


দায়িত্ব পালন করার বৃত্ত
ভোক্তা হয়  হয়রানি মুক্ত
কর্তব্যে অটল থাকার বৃত্ত
একটি সুন্দর সমাজের ভিত পাকাপোক্ত ।।


চাঁদাবাজের অসৎ বৃত্ত
ভুক্তভোগীর ললাটে শেষকৃত্য
সিণ্ডিকেট ব্যবসায়ীদের বৃত্ত
পণ্য মূল্য বৃদ্ধি তে ক্রেতার হরদম প্রায়শ্চিত্ত  ।


অফিসে অফিসে দুষ্ট চক্রের বৃত্ত
মূলতঃ তাদের জীবন অভিশপ্ত
মানুষের জীবনকে করে তুলে তারা
ঘর্মাক্ত , পরিশ্রান্ত , ত্যক্ত-বিরক্ত  ।


জনতার মূল্যবোধ জাগ্রতের বৃত্ত
দেশ-সমাজ হতো অনিয়ম-অনাচার মুক্ত
পূর্ণ বাক স্বাধীনতার বৃত্ত
ফল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত  ।


স্বদেশ প্রেমে নিবেদিত বৃত্ত  
অবৈধ অর্থ , ধন-সম্পদ থেকে হবে নিবৃত
মানব প্রেমে উজ্জীবনের বৃত্ত
মানব কল্যাণ ই তার একমাত্র ব্রত  ।।


স্রষ্টার প্রতি বিশ্বাস আর আনুগত্যের বৃত্ত
হবে সে সকল পাপ-অন্যায় থেকে মুক্ত
সৃষ্টির প্রতি অপরিসীম ভালোবাসার বৃত্ত
মরে ও লাভ করবে শাশ্বত অমরত্ব  ! !


শরীফ  নবাব  হোসেন  ।