তারিখ ঃ – ২৬/০৬/২০২১ ইং , সময় – ১ -৪৫ মিনিট ।


করোনার   শিক্ষা  ।।


করোনার শিক্ষা
নিতে হবে দীক্ষা
নয় নৈতিক অধঃপতন
প্রয়োজন সত্যের অনুশীলন ।


মরছে মানুষ
তবু নেই হুশ
যে যার মতো
ওড়াচ্ছে অন্যায়ের ফানুস ।


মরছে লক্ষ লক্ষ
নেই আদর্শের পক্ষ
হচ্ছে না স্বভাবের পরিবর্তন
অবারিত অপরাধ জগতের ভক্ত  ।


মুখে মুখোশ
যেন মোরা  কাপুরুষ
মানুষ করে ধ্বংস
দেখাই আমরা বীর পুরুষ ।


আপন জনের করোনা
কাছে যেতে পারি না
চেয়ে দেখার যন্ত্রণা
কিছুই করার থাকে না !


নিতে পারছি না বুকে
স্বজন কে রোগে-শোকে
এরপর ও অঢেল বাহাদুরী
অকাতরে মরছি ধুকে ধুকে ।


এমন শাস্তি দিয়েছে স্রষ্টা
অসৎ কর্মে  মানুষ পথ ভ্রষ্টা
সৃষ্ট  জীবের উচিত সদা প্রচেষ্টা
সরল পথে চলার চেষ্টা  ।


শরীফ নাবাব হোসেন ।