তারিখ ঃ – ০৫-০৮-২০২১ ইং , সময় – রাত – ৭- ৩০ মিনিট ।


কোভিড  আক্রমণ ।।


কোভিডের আক্রমণ
সারা বিশ্বে সংক্রমণ
রেহাই নেই কারো
যখন তখন মারো
তোমার কাছে সবাই সমান
দেখাও না কাউকে সম্মান
চলে না ক্ষমতার বাহাদুরি
দুনিয়ার যত ঝারি জুড়ি ।


সবকিছু স্তব্ধ
জন জীবন নিস্তব্ধ
কাজ-কর্ম , চঞ্চলতা স্থবির
প্রাণ বাঁচানোর চিন্তা ই গভীর
দুঃসময়ে কেহ থাকছে না পাশে
যেন হাশরের মাঠে আছে
চাচা আপন প্রাণ বাঁচা
খুঁজতেছে সবাই জীবনের খাঁচা ।  


জনপদে শোকের আহাজারি
ভয়ে করে পায়চারী
কখন আসে মৃত্যুর খবর
এ উৎকণ্ঠায় তটস্থ গ্রাম নগর
কোন কাজে বসে না মন
প্রয়োজনে আসছে না অঢেল ধন
ধনী-গরীব , বাদশা-ফকির
জীবন নিয়ে ভাবনায় অধীর ।


এরই মাঝে নিত্য বিড়ম্বনা
যেখানে সেখানে করে জরিমানা
আইন শৃঙ্খলার বাহানা
পদে পদে হয়রানির নিশানা
হঠাৎ কারো জন্য আইনের প্রয়োগ
বেশী ভাগ ক্ষেত্রে এর বিয়োগ
হোক বিধি-বিধানের সঠিক ব্যবহার
না হয় হোক সবার জন্য একই আচার ।


করোনা কালে
স্বাস্থ্য বিধি মানা উত্তম ,
প্রকৃতি ও প্রভুর দেয়া শৃঙ্খলা মানলে
জীবন হবে মঙ্গলময় সর্বোত্তম ।
মানুষকে অবারিত বাসলে ভালো
নির্বাসনে  যাবে জগতের অশান্তির কালো ,
লোভ-লালসা , অনৈতিকতা করতে হবে সংবরণ
অন্যায়ের কবলে না হয় যেন মরণ ।।


করোনা দিয়ে যাচ্ছে
সহস্র বৈধতা ও নৈতিকতার শিক্ষা ।
যদিও সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ
নিতে পারছে না সদ্গুণে  ,
সে মহৎ শিক্ষা থেকে শিক্ষা
বাস্তবতার ব্যবহারিক  দীক্ষা  ! !


শরীফ নবাব  হোসেন ।