০৫/০৪/২০, সময় – ৯-৩০ মিনিট


করোনার সাম্যতা,  বিবেকের তাড়না  !


বসু্মাতার মাথার উপর
এখন আর নেই ছাদ
আছে নীল খোলা আকাশ
কারো জীবনের নেই  নিশ্চয়তা
আছে ভয়, শংকা, হাহাকার
কার, কখন আসে মৃত্যুর ডাক, হবে ছাড়কার ।


পৃথিবী জুড়ে –
করোনা মারছে ছোবল, ঘায়েল করছে
দেশ-কাল-পাত্র, ক্ষমতাধর কিছুই না মানছে
এখন কোন ক্ষমতার দম্ভ, সামরিক বাহার
সম্পদের বর্ম, শক্তির পাহাড়
তার কাছে নেই কোন বাচ-বিচার ।


সমগ্র দুনিয়া এখন
ত্রাহি ত্রাহি ভাব
শুধু বাঁচার আর্তনাদ
এমতাবস্থায় মানুষ যদি বুঝে ?
প্রকৃতির কাছে, বিধাতার কাছে
জগতের সব মানুষ সমান এ বার্তাটি খোঁজে !


মানুষে মানুষে ছিল কত বৈষম্য
ধনী-গরীব, ধর্ম-বর্ণ, সাদা-কালো
হাজার রকম ভেদাভেদ
আজ সব এক কাতারে দাঁড়িয়েছে
অদৃশ্য ক্ষুদ্র এক শক্তির কাছে
সবাই করজোড়ে হার মেনেছে !


অথচ, এ মানুষকে মারার জন্য
মজুদ করেছে কত সব অত্যাধুনিক মারণাস্ত্র  
পরাশক্তিরা বিবেককে করেছে ধারাল অস্ত্র  
ধরাধামে নিত্য বয়েছে –
হিংসা-বিদ্বেষ, অত্যাচার, খুনাখুনীর সাগর
মানুষ রুপ ধরেছে আগ্রাসী অজগর ।


বর্তমান  শোচনীয় ক্রান্তিকাল অবস্থায় –
শান্তির প্রয়াশে মানবের বিবেক হবে এক ও অভিন্ন
বসুন্ধরায় ভাঙতে হবে সব ভেদাভেদ
প্রভু এক, প্রকৃতি এক, পৃথ্বী এক
আকাশ এক, জীবন এক, মানবজাতি এক
জাগ্রত করা চাই, বিশ্ব মানবতার  বিবেক  ! !


শরীফ নবাব হোসেন ।