তারিখ  ঃ  - ১৮/০৯/২০২২  ইং  ।


লেখকের   অধিকার   ? ?


( ‘’  বিশ্ব  লেখক  অধিকার  দিবসের ‘’  সম্মানে  আজকের  এ  অন্তরের  নিবেদন  ।।  )


কবি-লেখকেরা লিখে যায়
মনের কথা বলে যায়
সমাজের বাস্তব চিত্র তুলে ধরে
সংগতি-অসংগতির কথা লিখে
দৈনন্দিন সমস্যার ছবি তুলে আনে
সমাধানের উপায় বলে গানে গানে
অন্যায় , অত্যাচার , অবিচারের বিরুদ্ধে ধরে কলম
জনতা কে সদা সচেতনে জাগিয়ে তুলে পরম  ।।


সৃষ্টির আদি থেকে চলছে লেখকের লিখনি
ন্যায় অন্যায় ভেদাভেদে সত্যের নিখুঁত চিরুনি
লেখকের কলম কালের নিত্য দর্পণ
সত্য মিথ্যা , সঠিক বেঠিক স্পষ্ট ভাবে করে অর্পণ
তাঁদের ভাষা যেন অহে পূষণের আলো
সবই পরিষ্কার করে দেয় অতি ভালোই ভালো  
লেখনির মাধ্যমে শানায় দর্শন , জ্ঞান-বিজ্ঞানের প্রসার
হৃদয় চক্ষু খুলে কেটে যায় পাতক তমসার  ।



লেখনির সুচারু ডালায় সাজে সু সভ্যতার ফুল
সে ফুলের রাঙা সৌরভে জীবন হয় আকুল
লেখকেরা সর্বদা স্বভাবজাত বসন্তের কোকিল
মানবতার গুঞ্জনে ভুবন ভরে তুলে অনাবিল
লেখার প্রতিটি বর্ণ লক্ষ-কোটি ফোটা ফুল
সত্যকে প্রস্ফুটিত করে বিনাশ করে মন্দ-ভুল
লেখক যাঁরা – মহীতে সৃজে নব নব ললিত সৃষ্টি
সু শিক্ষিত-বিকশিত হয় সভ্যতা আর কৃষ্টি  ! !  



তবু , কবি-লেখক সচরাচর অনাদর অবহেলার পাত্র
মানুষ হয় না তাদের সময়ের মিত্র
তারা পায় না প্রকৃত মূল্য আর মর্যাদা
কারণ  ?  নেই তাদের অর্থ , ক্ষমতা ও পাইক-পেয়াদা
বেঁচে থাকতে জুটে না উপযুক্ত খাদ্য , বস্ত্র , চিকিৎসা
মরণের পরে মিলে কিছু শোক বার্তা , মরণোত্তর পুরস্কার
তবুও  ! লেখক গণ করে চলে মানবের তরে সৃষ্টি
বসুধা কে সিক্ত করে যেমন অভ্রের বৃষ্টি  ! !



লেখকের হাতে জ্বলবে চির সত্য-ন্যায়ের মশাল
মহৎ কর্ম গুলো পৃথিবীকে গড়বে সৌন্দর্যে সুবিশাল ।।


শরীফ  নবাব  হোসেন  ।