তারিখ ঃ – ০১-০৪-২০২২ ইং ,  সময় ঃ রাত – ৯-৪০ মিনিট ।


মা    দ     ক    সেবন   ? ?


মা   দ   ক   সেবন ----------------
ধ্বংস করে জীবন
স্বাগতম জানিয়ে থাকে  অবিরত মরণ
নিঃশেষ হয় মানব
সাথে অর্থ-সম্পদ , সংসার
সব হয় অচিরেই ছাড়কার  !


ফিরতে পারে না কভু আর
স্বাভাবিক জীবনে
ক্ষয়ে শূন্যতায় মিশে সবকিছু
মরণ ছাড়ে না পিছু
হারায় এ-কুল ও-কুল
ঝড়ে পড়ে প্রস্ফুটিত মুকুল
তার ডালে ফোটে না কখনো বকুল
আপন জীবনে সবই তার ভুল
ভুবন টাই তার কাছে মরুভূমির তপ্ত বালি
প্রাপ্তির প্রান্তরে জুটে হতাশার ডালি  ! !


    
মাদক –
মা – তার কাজ মানব জীবনের ক্ষয়
ঘাড়ের উপর অহর্নিশ মৃত্যুর ভয়
দ – দরকার আর দাম তার যায় ফুরিয়ে
তাজা প্রসূন আনতে পারে না কুড়িয়ে
ক – কারো কাছে-বুকে পায় না ঠিকানা
অবহেলা , অবজ্ঞায় স্বজনেরাও কাছে টানে না ।।


সেবন –
সে – সে হয়ে যায় প্রত্যেকের কাছে পর
বাস করে ওর সাথে বিষধর
ব -  বন্ধু বলে মর্তে থাকে না কেউ
সব হারিয়ে বহে একাকীত্বের ঢেউ
না – না না না – মাদক আর কখনো না
খুঁজব এবার সুখ-শান্তির ঠিকানা ও নিশানা ।।


শরীফ নবাব হোসেন ।