০৪/০৭/২০২০ ইং , সময় – রাত – ৯ – ১৫ মিনিট ।


মা – ই শান্তির বারতা  ! !


সুধাকরের সৌন্দর্য , মোহনীয় তা , স্নিগ্ধতা
মায়ের মমতা , হাসির অতল মুগ্ধতা
প্রভাকর করে বিশ্বময় আলোকিত
মায়ের আদরে অনন্ত  পুলকিত
সাগরের উত্তাল , উদ্দাম ঢেউ
মায়ের ভালোবাসা বিনে বড় হয়েছে কী কেউ ?
ঝর্ণার কুলুকুলু ধ্বনি
সন্তানেরা মায়ের নয়নমণি
ঝির ঝির বহে বাতাস
মায়ের হৃদয়টা উন্মুক্ত  নীল আকাশ  ।


শরৎ ও হেমন্তের শিশির
মায়ের আশীর্বাদ ঝরে দিবানিশি  
ফাল্গুনে  রাঙা –নবীন বসন্ত
মায়ের আদর-স্নেহ ব্যতীত হৃদয় অশান্ত
কাননে হাজার ফুলের সুবাসিত রূপ
অন্তর ভরে যায় দেখলে মায়ের মুখ ।

পাখির কিচিরমিচির চঞ্চল কলরব  
মা-ই নিঃশেষ করতে পারে দুঃখ-বেদনা সব
আকাশে নিকষ ঘন কালো মেঘ
মায়ের ফুরালে হাসি দুনিয়া টা শেষ
তারার হাসিতে থাকে না কোন ক্লেশ
মায়ের বুকে আশ্রয় টা শান্তির অতি বেশ
দেশ মাতা ভরপুর সবুজ , শ্যামল , সুশোভন
মায়ের অভাবে সব এলোমেলো ঝড়-তাণ্ডবে অশোভন ।


বিশ্বের সেরা আছে কোন আবিষ্কার ?
মাতাই মর্তের শ্রেষ্ঠ পুরস্কার  !
মা নিরুপম স্বর্গীয় ফুল
মার বিরহে জীবন বেদনা বিদুর
মা সৃষ্টিকর্তার সৃষ্টির অপার শ্রেষ্ঠ  দান !
মাতৃস্নেহ ভালোবাসা বিহনে  ত্রি ভুবনে সব ম্লান ।
মা-বাবাকে  যেন যেতে না হয় বৃদ্ধা শ্রমে
যদি তা-ই হয় সন্তানের জন্ম অর্থহীন ছাই-ভস্ম  বৃথার অনলে
কোন মা-বাবা ঘুণাক্ষরে ও অবহেলায় না মরে
আল্লার আরশ কেঁপে উঠবে তাতে পাপের ভারে  ! !


পবিত্র হাদীসে আছে , “ জননীর পদতলে জান্নাত অবস্থিত ’’
এখানে মায়ের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের কথা হয়েছে বলা
মাকে ভক্তি , শ্রদ্ধা , ভালবাসা ও মেনে চলা
তবেই হবে ইহকাল ও পরকালের তরী তে শান্তি ও কল্যাণের পাল তোলা । ।


শরীফ নবাব হোসেন , স্যাম্ব , মীরবাড়ী , দেওয়ানহাট , চট্টগ্রাম  ।