১৮/০২/২০২০


মানবতার  বিজয়  হোক  !!
(শততম কবিতা )


বর্বরতা ছাড়িয়ে গেছে আইয়্যামে জাহেলিয়াতকে
সভ্যতা আজ বিপন্ন ! ধরাতল পরিণত হয়েছে নরকে ।
যেখানে সেখানে নীরহ মানুষেরা খাচ্ছে মার
মানুষরুপী পশুরা রক্তের স্রোতে কাটছে হরষে সাঁতার !
চোখের জলে হবে নাকো  এর সমাধান
নরপশুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময়-উত্থান ।
মানব-আত্মা  ভেঙেচূড়ে  হচ্ছে প্রতিনিয়ত খান খান
জালিমেরা আনন্দ-উল্লাসে মেতেছে  টান টান ।


এমনি করে যদি দিন হয়ে যায় পার
সভ্যতার  কংকালটাও  অবশিষ্ট  থাকবে না আর ।


সাহসে সাহসে অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা
শোষণ-নির্যাতনের বিরুদ্ধে  এক বড় হাতিয়ার ,
বিচারকের সুবিচার, অবিচার থেকে রোধ ও প্রতিকার
এটা তবে সম্ভব হয়, বাস্তব হবে মানবিক উৎকর্ষতার ।
বসু্মাতার যে যেখানে বঞ্চিত-নির্যাতিত দাঁড়াতে হবে তার পক্ষে
জুলুমবাজদের ধিক্কার জানিয়ে অভিশাপ দিতে হবে হৃদয় বক্ষে ।
বাক,অসি, মসি ও অন্তরের ঘৃণা দিয়ে
চালাতে হবে সমস্ত  অন্যায়, অবিচারের প্রতিবাদ ,
তাহলে হয়তো বহিবে ধরাতে শান্তির সু বাতাস,
বুকে হাত গুঁজে ভদ্র সেজে বসে থাকলে হবে নাকো আজ !  

জাগ্রত শাণিতে হবে বিশ্বে, সত্যের বিবেক !
দিয়ে মানুষের জন্য ভালোবাসার আবেগ ,
রচনা করা চাই অসত্য, আদম হত্যাকারীদের কবর ,
তবেই তো আসবে ধরণীতে কল্যাণকর নতুন  সূর্যের খবর !
যারা ধ্বংসের প্রতীক তাদেরকে দৃঢ়-চিত্তে
বজ্রমুষ্ঠিতে অগ্নিশপথে করতে হবে মোকাবিলা,
আর যাঁরা শান্তির তাদের হাত ধরে কঠিন পায়ে আগালে
দেখা পাবো সু-আলোকিত রাঙা  প্রভাত বেলা !


শরীফ নবাব হোসেন ।
    
    ( বিশ্বের সকল নির্যাতিত, বঞ্চিত ও ভূক্তভোগীদের জন্য আজকের এ ক্ষুদ্র প্রয়াশটুকুন
       সশ্রদ্ধ চিত্তে উৎসর্গ করলাম । )