কবিতার নাম - মানবতার ডাক  ! !
কবির নাম – শরীফ নবাব  হোসেন ।
তারিখ – ১০/০৬/২০২০ ইং , সময় – বিকাল – ৫ -০০ টা


আকাশে উড়ো , সাগরে ভাসো
মর্তে  বাস করো, গ্রহে চাষ করো
আধুনিকতার চরম উৎকর্ষ তার গন্ধ গায়ে মাখো
অতি উন্নত প্রযুক্তি তে বিশ্ব  ছাঁকো
গ্রহ , নহ্মত্র , চাঁদে করো বিচরণ
উন্মুক্ত নীল আকাশে সদা ভ্রমন
ধরিত্রীর সীমানায় তোমার  যতই নিয়ন্ত্রণ
বিজ্ঞানের অগ্রযাত্রার সীমাহীন উন্নয়ন
সবি ই বিফল , সবি ই গভীর শূন্যতায় নিষ্ফল
যদি তাতে মানবতার ধ্যান , চর্চা  ও কক্ষন না হয় আসল ।


ধর্ম   মানো আর না মানো
গণতন্ত্র  জানো আর না জানো
ধর্ম নিরপেক্ষতা বা সমাজতন্ত্র যা-ই মগজে ধারণ করো
আস্তিক হও বা নাস্তিক হও
জ্ঞান চর্চায় পণ্ডিত , বুদ্ধিমান বা কম জ্ঞানী যেটা হও
অসীম ক্ষমতা ধর , সীমিত ক্ষমতা , ক্ষমতা হীন
রাজা-বাদশা, নেতা , রাষ্ট্র  নায়ক , বুদ্ধিজীবী , পেশাজীবী
যদি মানবের কাজে না আসে তারা সব আগাছা , পরজীবী  
গণ-পুঁজি-সমাজ-সাম্য-সেকুলার-ধর্মবাদ সব অসার , ডাস্টবিনের ময়লা
অপাংক্তেয় , যদি না থাকে  তাতে মানুষের জন্য মানবতাবাদ  । ।


ধরাতলের সবকিছুর মূ্লে থাকবে মানব ধর্ম
যা করা হবে সব মানুষের তাগিদে কর্ম
মহীর যত সব সৃষ্টি , হবে তা মানব কল্যাণে
হবে সে সব অবাঞ্ছিত , বর্জিত যা ঘটে মানব  অকল্যাণে
মানবের অন্তর্নিহিত সেবায় ধরাধামের  প্রথম কাজ
তা লংঘিত ও পদদলিত হচ্ছে বারে বারে আজ
তাই বসু্মতির শান্তি , কালের চাকায় পিষ্ঠ , ব্যাহত
সৃষ্টির শ্রেষ্ঠ  জীবের হৃদয় দেশে দেশে ক্ষত-বিক্ষত , আহত ।
মনুষ্যত্ব , মানবতা সভ্যতার প্রধান উপাদান ও অংশ
যদি মানবতা সেখানে অনুপস্থিত সে সভ্যতা হবে ধবংস !


বসুমাতার সন্তানদের চেতনায় জাগ্রত  থাকবে
অনন্ত  শান্তি , ন্যায় ও কল্যাণের বারতা
দিকে দিকে জ্বলে উঠবে আলোর  মশাল
আদমের বসাবাস উপযোগী শাশ্বত মানবতা । ।


শরীফ নবাব হোসেন  ।