তারিখ  ঃ  -  ২৩-০৮-২০২২ ইং  ।


মানবতার   মুক্তির   দূত   রসূল  ( স : )  ! !


নবী করিম ( স : ) ভুবনের বুকে সমুজ্জ্বল আদিত্য আলো
যাঁর নিখুঁত পূত-পবিত্র চরিত্রের মাধুর্যে বসুধা কে বানিয়েছে শ্রেষ্ঠত্বে ভালো  !
তিনিই সর্বোত্তম মানবতার ধারক , বাহক ও রূপকার
মানুষের জন্য এহেন দয়ালু জন দু’জাহানে কেহ নেই আর ।
তাঁর সমগ্র জীবন চরিত শুধুই অনুপম শান্তি , সমৃদ্ধি ও চির কল্যাণ কর
সত্য-ন্যায় ও উজ্জীবনের আদর্শ রশ্মি ছড়িয়েছে সারা জগৎ ময় ।
রসুল ( স : ) মহৎ কর্ম সমূহ  দিবায় ভাস্কর এবং বিভাবরী তে সুধাকর সম
ঐ প্রেসার অনুসরণে মানব -  মহী তে শান্তি ও নিরাপত্তা এবং পরকালে পাবে মুক্তি যেন ।।
রসূলের  ( সঃ ) সুন্নাহ ও আদর্শ স্ব স্ব জীবনে করি লালন-পালন , বাস্তবায়ন
খুলে যাবে ধরায় চির স্বস্তি, কল্যাণ , মানবতা ও স্বর্গের বাতায়ন  ।।


শরীফ  নবাব  হোসেন  ।