তারিখ ঃ – ১৭/০৪/২০২২ ইং , সময় ঃ রাত – ৭-৩০ মিনিট ।


মানবের   নিষ্ঠুরতায়    হাসে    হিংস্র   দানব   ? ?



মানুষ কী বিষাক্ত সাপ ?
নাকি পাগলা কুকুর ?
নাকি কোন ক্ষতিকর প্রাণি ?
মানুষ কী আল্লাহ তায়ালার
সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয় ?


মানুষের কী স্বাধীন ভাবে
বাঁচার ও চলাফেরা করার অধিকার নেই  ? ?
আমরা কি স্বাধীন দেশের নাগরিক নয় ?
নাকি আমরা ভিন দেশের অধীনে
তাদের রক্ত চক্ষুর শাসনে পরাধীন আছি !


তা হলে কী ভাবে –
একজন মানুষকে
দিনের আলোতে
হাজার লোকের সামনে
সিয়াম সাধনার সংযমের মাসে
ইফতারির পূর্ব মুহূর্তে
লাঠি পেটা ও হাতুড়ির আঘাতে
মানুষ নামের নামটি তে -----------
লজ্জা , ঘৃণা ও  চরম কলঙ্ক লেপন করে
পৈশাচিক ও নির্মম ভাবে করল হত্যা   ? ?  


যা হাজারো সিনেমার
শতাব্দী কালের বর্বরতা ও
নিষ্ঠুর কাহিনীকে মানায় হার  ! !


আমরা চাই না আর …………………
ফেলি কেবল দুই নয়নের জল
বিচার চেয়ে মানব বন্ধন
সভা সমাবেশ
শোক মিছিল
স্বজন হারাদের গগন কাঁপানো আহাজারি ।


আমরা চাই –
বর্বর নিষ্ঠুর সব হত্যাকাণ্ডের  
তার চেয়েও শত গুণ নিষ্ঠুর
এবং
দৃষ্টান্ত মূলক শাস্তি
যাতে মানব জাতির সামনে
এ রকম  লজ্জাস্কর পৈশাচিক নির্মম ঘটনা
দ্বিতীয় বার বা পুনরাবৃত্তি না ঘটে  ।।


শরীফ নবাব  হোসেন ।