২৮/০৪/২০১৯, সময় – রাত – ৯-১৫ মিনিট
  
মানুষ হত্যা ?


সৃষ্টি  করেছেন সুচারু করে সৃষ্টিকর্তা
যত সব  প্রয়োজন পূরণ করছেন তিনি
মানুষের জন্য সাজিয়েছেন প্রকৃতি  
অবারিত দান তাঁর পানি, ফুল, ফল, আলো, বাতাস ।
মানব কে  পাঠিয়েছেন করে জীব হিসেবে শ্রেষ্ঠ
ব্যোম, ভূমণ্ডল,পাতাল সবকিছুই  নিয়ন্ত্রণে তার আদিষ্ট ।


সে মানুষকে নির্বিচারে হত্যা করছে আরেক মানুষ
প্রাণ হারাচ্ছে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ, প্রতিবন্ধী  সবাই,
এদের তো নেই কোন অপরাধ,
নেই তাদের স্বার্থ, দ্বন্দ্ব, সংঘাত, প্রতিযোগিতা ।


কিন্তু কেন এ হত্যা যজ্ঞ ?
যারা হত্যায় লিপ্ত তারা কী চাই ?
মানুষ খুন করে তো কিছু চাইতে পারে না,
হত্যা ধরিত্রীর জঘন্যতম অপরাধ !
সবচেয়ে নিকৃষ্ট  ধ্বংসের কাজ মানব  বধ
এর নিচের অধম আর কিছু  নেই ।


যে বা যারা এটা করে সে কোন  মানুষ !
হিংস্র জন্তুর চেয়েও হীন, সে অমানুষ ।
কোন ধর্মে  আছে কী মানুষের অকল্যাণ,
হিংসা, বিদ্বেষ, হানাহানি, অসত্য,
অসহিষ্ণুতা, বর্বরতা, নিপীড়ন, বৈষম্য, কালো থাবা ?


তা হলে ধর্মীয় কারণেই –
কেন বা জাতিগত নিধন ও নির্যাতন ?
ধর্ম  ও মানবতা এক ও অভিন্ন !
গোটা বিশ্বের মানুষ একি রক্তে  গড়া
সব  ধর্মের  মানুষও একি উপাদানে গড়া
কী তার পরিচয় তা আসে জন্মের পরে
সব শিশুই একি মায়ের দুধে বাড়ে ।


মানবের বিরুদ্ধে উন্মত্ততা, দানবতা, পৈশাচিকতা বাদ দিয়ে
মানুষকে প্রেম-ভালোবাসা দাও, দিয়ে যাও স্নেহ-মমতা
হৃদয় থেকে ঘৃণা ভরে বিদায় করো  
যত হিংসা-বিদ্বেষ, অশুভ-অকল্যাণ
তবে তু্মি হবে প্রকৃত মানব  সন্তানের মানুষ
এতে পাবে তুমি  অনাবিল স্বর্গীয় সুধাপান ।


শরীফ নবাব  হোসেন ।