৩০/০৮/২০১৯, মদিনা, সকাল- ৯-৪২ মি:
মসজিদে নববী
পৃথিবীর বৃহত্তম সুশোভিত মসজিদে নববী
তার চেয়েও বিশাল তাঁর মহান গুণাবলী ।
পবিত্রতায় পরিপূর্ণ এর কলেবর,
গুণে গুণাম্বিত, রুপে রুপায়ণ
সুন্দরের সৌরভে আবৃত চারিদিক,
চোখ জুড়ায় যেদিকে তাকাই,
জ্যোতিময় পূণ্যতার ব্যাপ্তি
ছড়িয়ে পড়েছে সাড়া বিশ্বময় ।


এখানে রয়েছে নবীজীর (স:) রওয়াজা
তাঁর পাশে শুয়ে আছেন
খলিফাতুন মুসলেমীন,
হযরত আবু বকর (রা:), ওমর ফারুক (রা:)
এর মাঝেই আছে রাসূলের (স:)
সত্যের স্বাক্ষী ঐতিহাসিক খোদবার মিম্বর
এবং  জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত ।



মসজিদে নববীর পাশেই আছে
জান্নাতুল বাকী, যার মাঝে
চির শায়িত আছেন,
উম্মেহাতুল মুমেনীন মা আয়েশা (রা:)
সহ রাসূলের (স:) বিখ্যাত সাহাবীগণ,
যাঁদের পূত: পবিত্র ও অকাট্য কর্মকান্ড
ছড়িয়েছে সত্যের আলো পৃথিবী ব্যাপি ।


মসজিদে নববীর পূণ্যের আলোয়
বিশ্ব মানুষের হৃদয় আলোকিত,
দুনিয়ার মুসলিমের আত্মার স্পন্দন
সত্যে ও ন্যায়ের আলোক বর্তিকা,
ইসলামের সাম্যের পথ প্রদর্শক
অবারিত কল্যাণকর এ মসজিদে নববী ।


এ মসজিদে প্রবেশ করলে
জাগরিত হয় আল্লাহ ও রাসূলের প্রেম,
অন্তরে লাগে পবিত্র দোলা
মন হয়ে যায় আত্মভোলা ।


দুনিয়ার সব চিন্তা-ভাবনা
দূর হয়ে যায় অজান্তেই,
প্রাণের আকুতি শুধু সালাম জানাই
লক্ষ্য কোটিবার রাসূল (স:) তোমায় ।
                                  
এখান থেকে প্রসারিত হল বিশ্বময়
তাহজীব তমুদ্দিন ও ইসলামী রেঁনেসা
প্রস্ফূটিত হয়েছে জ্ঞানের বাগান
নব জাগরণে হিল্লোলিত প্রাণের আঙিনা ।
এক সুন্দরের প্রতীকের নাম,
এক কল্যাণকর পথের নাম,
একটি উদ্ভাসিত আদর্শের
ধারক ও বাহকের নাম,
আধুনিক সভ্যতার একটি নিদর্শনের নাম
রাসূলের (স:) মদিনায় মসজিদে নববীর নাম।
শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।