কিশোর-কিশোরীর হাতে মোবাইল
তরুণ-তরুণীর কাছে মোবাইল
কচি-কাঁচা শিক্ষার্থীর হাতে মোবাইল
যুবক-যুবতির কাছেও মোবাইল
দিন দুপুরে মোবাইল
সকাল, সন্ধ্যা, রাতেও মোবাইল
খাওয়ার টেবিলে মোবাইল
পড়ার টেবিলে মোবাইল
রাস্তা পারাপারের সময়ও কানে মোবাইল
গাড়িতে উঠানামার সময় মোবাইল।


মোবাইল ছাড়া অন্য কাজ, অন্য কিছু
তাদের কাছে যেন অন্ত:সার শূন্য ।
মোবাইলে  চালায় ফেসবুক, নেট
খেলে গেম,শুনে গান, দেখে ছবি
আর কোন দিকে নেই নজর
এই কৃত্রিম যাদুর বাক্সে মোহাবিষ্টে আছে ডুবি।
দু’হাতের আঙুল চলে হরদম মোবাইলে
চোখ দুটি থাকে নিরবে এর উপর
খাতা-কলমের দরকার হয় না
পাঠ্য বইয়ের সাথেও দেখা মিলে না
পড়ালেখায় মন একদম কম
স্কুলের পাঠ হয়ে গেছে তাদের যম ।
খেলা-ধূলায়ও তাদের নেই কোন ঝোঁক
মাঠের অভাব সেটা এখন বড় ক্ষোভ ।
মাঠ হয়েছে সব পার্কের আড্ডা
অলসতাই ডুবেছে সবাই বাড্ডা ।
শরীর গঠন ও মন প্রফুল্ল হয় খেলাধূলায়
পার্ক সৃষ্টিকারিদের কী একথাটা জানা নাই ?
শিক্ষার্থী, শিশু-কিশোর, তরুণ-তরুণী
যুবকদের যদি এভাবেই চলে দিন
অবক্ষয়ের অতলে তলিয়ে যাবে সমাজ
এদের রক্ষায় দ্রুত, দৃঢ় শপথ নিন ।


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ি ।