২৪/০৪/ ২০২০,  সময় – সকাল -১০- ০০ টা


মহান  আল্লাহ তালার  গুণবাচক  নাম


আরবী  শব্দের  বাংলায়  অর্থে  করা নাম )


আল্লাহ তালার বরকতময় নাম
স্বরণে পাবে দুনিয়া ও আখেরাতে সম্মান ।
এ নামগুলো দিয়ে আল্লাহ কে ডাকলে দিনরাত
হাদীসের কথা কবুল  হয় সে মু্নাজাত ।


তিনি আল্লাহ  -  দয়ালু, করুণাময়, বাদশাহ
তিনিই    শান্তিদাতা, নিরাপত্তাদানকারী  ও অন্নদাতা ।
আল্লাহ –  স্রষ্টা, আকৃতিদাতা, ও ক্ষমতাশালী
পূণ্য নাম তাঁর    অহংকারী, নেগাহবান, অতি প্রতাপশালী  ।


তাঁর ঐ সুন্দর  নাম  –  সত্যস্বরূপ, দৃঢ়, চির উন্নত ও  ক্ষমতাবান
যিনি     মহাজ্ঞানী,  প্রেমময়  আর  মর্যাদাবান  ।
মহান তিনি  –  মহাউন্নত, ন্যায় বিচারক, সর্বজ্ঞানী ও সর্বদ্রষ্টা
আরো হচ্ছেন  তিনি   সর্বশ্রোতা, সম্মানদাতা, ত্রুটিহীন  স্রষ্টা  ।
  
ঐ জাত পাক – রক্ষাকারী, অপমানকারী, অনুগ্রহকারী,
মহাত্মা তাঁর    অতি ক্ষমতাশালী, সম্প্রসারণকারী ও বিচার বিধানকারী ।
শ্রেষ্ঠতম  তিনি  –   অতি ধৈর্যশীল, কবুলকারী  ও সাহায্যকারী
তিনিই দূরদর্শী     অতি পবিত্র, প্রশংসিত, শক্তিদাতা ও  সমস্যাদূরকারী ।  


দয়াময় অসীম  - মহাক্ষমাশীল, মহা পরাক্রমশালী ও সংকীর্ণকারী
সাথে সাথে নাম তাঁর    গৌরবান্বিত, মহিমান্বিত এবং  মৃত্যুর  পর  পুনরুথ্থানকারী
পরম সৃষ্টিকর্তা  -  চিরঞ্জীব, চিরস্থায়ী, আদি,  হে  অনন্ত
তিনিই হচ্ছেন     জীবনদাতা, মৃত্যুদাতা ও  অতিক্ষমতাবানে  অফুরন্ত ।


মহান প্রভু  - একক, অদ্বিতীয়, রক্ষাকর্তা  ও সর্বশক্তিমান
তিনিই সদা  -  প্রকাশ্য, অপ্রকাশ্য, কৃপাময়  ও পরম উপকারী মহান ।
মহান রব  -  লাভদাতা, বিপদদাতা, আলোকিতকারী ও পথপ্রদর্শক
মর্যাদাবান  তিনিই   যিনি      নেয়ামত দাতা, তওবা কবুলকারী , মহান অধিপতি
                                   ও  প্রতিপালক  ।


আল্লাহ তালার নামের ফযীলত ও মাহাত্ম্য  আছে অফুরন্ত  
পবিত্র এসব নামের যিকিরে
দোজাহানের কল্যাণ ও  তাঁর অসীম কৃপায়
পাবে বৃদ্ধি  মান-সম্মান ও  সুখ-শান্তি অনাবিল অনন্ত  ।


শরীফ নবাব হোসেন ।