১২/০৯/২০২০ ইং , সময় – রাত -৮-৫০ টা


মন চায় !


মন চায় উড়তে
বাধাহীন মর্তে
আকাশে বাতাসে
মেঘে মেঘে
সমুদ্রে ভাসতে
সৈকতে র বালুচরে
প্রাণের উচ্ছ্বাসে হাসতে
অভিসারে ডুবতে ।  


মন চায়
মনের জানালা মেলে
সুন্দর পৃথিবী দেখতে
দেশ-দেশান্তরে
ঘুরে বেড়াতে
বৈচিত্র পূর্ণ  পরিবেশে
বৈচিত্র ময় মানুষের
সান্নিধ্য পেতে ।


মন চায়
সূর্যাস্তের মেলায়
গোধূলির রঙে মিশতে
সূর্যোদয়ের আলোয়
রাঙিয়ে নিতে
মেঠো পথে
জ্যোৎস্নার নিঝুম রাতে
বিভা তে স্নান করতে ।


মন চায় অশান্ত
তারুণ্যে মেতে উঠতে  
ঘাস ভরা মাঠে
দৌড়ে দৌড়ে খেলি
পুকুরে শাপলা তুলি
দীঘি তে সাঁতার কাটি
চঞ্চলা ঝর্ণার
উজানে বেয়ে চলি ।


মন চায়
হারিয়ে  যাই
রাঙামাটি র বিস্তৃত লেকে
নৌকা বিহারে
চলি নিবিড় নিস্তব্ধ
গাঢ় সবুজ অরণ্যে
হেরি শুভ্লংয়ের ঝর্ণা
উঠি চিম্বুকের চূড়ায়
সখাত্ব করি
মেঘের সাথে ।


মন চায়
কাঠ বিড়ালী হয়ে
গাছে গাছে লাফায়
আর ফল খায়
প্রজাপতি হয়ে
রঙীন ফুলে ফুলে
বেড়ায় মধু নিতে
নন্দন কানন হয়ে
বিচিত্র ফুলের সুবাস
ও সৌরভ বিলাতে ।  


মন চায় হতে
শীতের সরিষা ফুল
শরতের কাশফুল
হেমন্তের  পাকা ধান
শ্রাবণের বৃষ্টির গান ,
বসন্তে রাঙায় প্রাণ
চির প্রকৃতির  পরম
অনুপমেয় সৌন্দর্য
  অবনীর মানুষকে
করে যায় অর্পণ  ।  
  
শরীফ নবাব  হোসেন ।