০১/০২/২০২০,  সন্ধ্যা – ৬-২০ মিনিট


মন রে  !  ও  মন  !!  - ০২


মন অবিরাম পেতে চায়
দিতে চায় না
নিতে চায় সব
বিলাতে চায় না উজার করে  ।
সু্খানুভব খোঁজে
চায় না দুঃখকে সাথে নিতে
প্রত্যাশা আনন্দের সাগরে ভাসতে
সু্খের পরশে হাসতে ।
রোমাঞ্চের  চোরাবালিতে ডুব দিতে
প্রেমের গভীর অতলে হারিয়ে যেতে
যে হাতে ভালোবাসার পরশ আছে
সে হাত নিবিড়ে ধরে রাখতে ।  
  
বলাকার মতো পাখা মেলে
মুক্ত  আকাশে উড়ে বেড়াতে
মেঘ হয়ে ইচ্ছেমতো  ভাসতে
তারা হয়ে মিটিমিটি জ্বলতে
চাঁদের সমান হাসতে
ফুল হয়ে ফুটতে ।


মন চায় ছায়া সু্নিবিড় মাধবীলতায় জড়ানো
গাছ তলায় অভিসারে দাঁড়াতে
ঝিরঝির  বাতাস তনু্তে লাগাতে
তীব্র খড়তাপে অবসরে থাকতে ।
মন শুধু চায় প্রশংসা কুড়াতে
ইতস্ত  করে তা পরকে দিতে
এ চায় মনের জানালা মেলে উড়তে
পৃথিবীর  প্রান্তে  অন্তহীন  ঘুরতে ।


(মন চায় ভবে )
বাগানে শত ফুলের সুবাস পেতে
মৌমাছির গুঞ্জনে গাইতে
ফালগুনের রাঙায় মনকে রাঙাতে
বসন্তের কোকিল হয়ে গাছে গাছে ডাকতে ।
মন চায় অবিরত আলোকময়  ক্ষিতি
অর্জনে মত্ত আজীবন আপনার সুখ্যাতি
সে বিপরীত যা তার, তা করে না পছন্দ  
যা চায় তা-ই ভালো, হোক  সেটা মন্দ  ।


(অবশেষে )
মন চায় মনের মতো  স্বাধীন চলতে
সে চায় না কোন বাঁধা মানতে
একদিন মনেরও  সীমাহীন চলা থেমে যায়
এতে নশ্বর মানবের  থাকে না কোন উপায়  !!


শরীফ নবাব হোসেন, স্যাম্ব , মীরবাড়ী, দেওয়ানহাট , চট্টগ্রাম