২৮/০১/২০২১ ইং , সময় – সকাল – ৯-৪০ মিনিট ।


মৌলিক  প্রাপ্য তা  ।।

কার হাসি কে হাসে
কার  খাবার কে খায় ,
যার প্রাপ্য তাকে নাহি দেয়
অন্য জনে কেড়ে নেয় ,
যার ন্যায্য অধিকার তাকে
প্রয়োগ করতে বাধা দেয় ,
জোর পূর্বক দখল বাজিতে
অধিকার ছিনিয়ে নেয় ।


মৌলিক প্রাপ্য তা নয় যা তা
বরণ প্রাপ্য না পাওয়া টাই ,
সুষ্ঠু বিচার ও অধিকার  লঙ্ঘন ই
দেশ ও সমাজের জন্য  অসারতা ।


মিথ্যাকে দিচ্ছে সত্য বলে চাপিয়ে
সত্যকে অপসারণ করছে দাপিয়ে ,
মিথ্যার প্রসার ,প্রচারণা শত ভাগ
সত্য ধামা চাপায় গুহায় বাস ,
সমাজে দুর্বৃত্তায়নের করাল ছায়া
দুর্বৃত্ত দের হৃষ্ট পুষ্ট তুষ্ট  মন কায়া ,
কে করবে প্রতিবাদ , প্রতিরোধ
আছে না জীবনের তাদের মায়া ?


লেজুড় বৃত্তি , পদ লেহী , চামচাদের পৌষ মাস
অসহায় , বর্ণচোরা , সাধারণের সর্বনাশ ,
জোর যার মুল্লুক তার
এ কথা ই আদ্যোপান্ত সার ,
ন্যায় বিচার , সে তো আছে স্বর্গে
বিচারের নামে অবিচার ই ভারী সময়ের গর্ভে ,
নীতিবোধ , মূল্যবোধ , স্বকীয় চেতনা সবই জরাজীর্ণ
অরাজকতা , জুলুম , অত্যাচার পরীক্ষায় উত্তীর্ণ ।


পদ-পদবীর ব্যক্তিরা অবৈধ কে বৈধতা দেয়
নিজেরা লুটপাতের সুযোগ নেয় ,
অনেকে অর্থ-সম্পদ , ক্ষমতার দাপটে ব্যস্ত আহা
হরহামেশা পেয়ে থাকে কৃত্রিম বাহবা ,
তদবির ও কালো পথে অযোগ্য রা চেয়ারে বসে
দেশ ও দশের সেবার পরিবর্তে নিজের ভাগ্য চষে ,
সমস্ত অন্যায়ের  একদিন হয় শেষ
তখন কৃত কর্মের জন্য আফসোস করতে হয় বেশ ।


মানুষের উচিত অন্যায়-অবিচার কারীকে করা বয়কট
তাতেও যদি হয় পরিবর্তন গতানুগতিক ঘুণে ধরা দৃশ্যপট ,
সবকিছুর পর , মানুষের সুস্থ জাগ্রত চেতনার দরকার
ঘৃণায় , প্রতিবাদ , প্রতিরোধে গর্জে উঠুক সবাই দুর্বার ,
করছে  যারা সামাজিক অনাচারে সীমা লঙ্ঘন
আল্লাহর অমোঘ বাণী , ধ্বংস হবে তাদের আস্ফালন ।  

শরীফ নবাব হোসেন ।