২৩/০৩/২০২০

সময় – দুপুর – ১২-৪৫ মিনিট


নান্দনিক  শহর   চট্টগ্রাম  !

আমাদের  প্রিয় শহর চট্টগ্রাম
চারিপাশের দৃশ্যগুলো  তার নয়নাভিরাম ।
প্রাকৃতিক অতুলন সৌন্দর্যের  লীলাভূমি
পর্যটকের দর্শনের স্থান যেন নয়নের মণি ।
নগরীর চতুর্দিকে সমুদ্র ও পাহাড় ঘেরা  
ধরার মাঝে ভ্রমন পিপাসুদের নজর কাড়া ।
শহরের ফাঁকে ফাঁকে বৃক্ষলতা শোভিত পাহাড়
নির্মল পরিবেশে করতে পারেন বিহার ।


পাহাড়ের পাদদেশ ঘেঁষে চলেছে আঁকাবাঁকা রাস্তা
মনোরম শোভা দেখে চিত্তপটের বেসামাল অবস্থা  ।
শহরটি দাঁড়িয়ে আছে মায়াবী রূপবতী কর্ণফুলির তীরে
পথিক দিবানিশি কাটায় নৌকা, সাম্পান, মাঝির গান ও শিল্পের ভীরে  ।


এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের লোকের  সৌহার্দের বসাবাস
আশেপাশে রাজিত শাক-সব্জি , ফুলফল, ফসলের অবারিত চাষ ।
ঘন সবুজ টিলা, পাহাড় ঘেরা শহরকে  মনে হয় পার্বত্য এলাকা
হিয়া সেখনে বিমুগ্ধ  বিচরণে মগ্ন যেন মুক্ত  বলাকা !


শহরের পাশেই নিসর্গের শোভাময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এশিয়ার অন্যতম  জ্ঞান-বিজ্ঞান চর্চার নিকেতন এ শিক্ষালয় ।
এখানে লালিত অসংখ্য বীর শহীদসহ মাষ্টারদা ও প্রীতিলতা
বীর চট্টলা ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের এক বীরত্ব গাঁথা ।
এখানে  শায়িত আধ্যাত্মিক সাধক শাহা আমানত (রঃ) ও শত ওলি
শাণিত ধ্যানে, জ্ঞানে উর্বর পূণ্যভূমি তাঁদের আত্মত্যাগের বলি ।


চাটগাঁ তুমি রুপে-লাবণ্যে, পুষ্প- মাধুরীতে, চির ভরা যৌবনা
হৃদয়-রাজ্যে গাঁথা মেদিনীতে সৃষ্টির সেরা তিলোত্তমা ।
তোমাতে ছায়া-সু্নিবিড়, শ্যামল প্রকৃতির গ্রাম্য পরিবেশ বিদ্যমান
বুকে তোমার সতত ঝর্ণা  ধারায় নাগরিক জীবন বহমান ।
আমার চোখে তুমি শান্ত, সৌম্য, অনুপম, পবিত্র, অনন্ত  নন্দনকানন
হেসে-খেলে,হেলে-দুলে, তোমারি পরশে  করবো জীবন-মৃত্যুর অবগাহন  ! !


শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী, দেওয়ান, চট্টগ্রাম ।