০৯/১২/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৫-৩০ মিনিট ।


মানব প্রেম  ।।


সব কিছুর ঊর্ধ্বে নিঃশর্ত মানব প্রেম
এর চেয়ে বড় কাজ নেই আর মহীয়ান ।
দেশ , জাতি , ধর্ম ,বর্ণ , স্থানে থাকবে না ভেদাভেদ
জগতে মানব প্রেমের আসক্তি তে হবে সব অভেদ ।
ভুবনের সব মানুষ একই রক্ত মাংসে গড়া
তবুও , মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে কারা ?


শিক্ষা , বিজ্ঞান , সাহিত্য , স্থাপত্য কলায় যত হোক উন্নত    
মানবতা না থাকলে এসবের মান নয় কী শূন্য ?
আধুনিক সভ্যতায় প্রযুক্তির ব্যবহার অনন্য
মানবতা হীন সে সব হয় যান্ত্রিকতায় জঘন্য ।
বর্তমান বিশ্বে যোগাযোগের বেড়েছে চরম উৎকর্ষতা
ভালোবাসাকে কাজে না লাগালে তা হয় পাপ পঙ্কিলতার তমসা ।  

সব কাজের মূলে হতে হবে মানবতা
তা হলে ধরায় বহিবে শান্তির বারতা ।
যদি বলি হচ্ছে সভ্যতার ভীষণ অগ্রণী বিকাশ
তবে দিকে দিকে মানবতার কেন এ নিকৃষ্ট  বিনাশ ?
মনুষ্যত্ব ই হওয়া চাই ভূ-সন্তানের শ্রেষ্ঠ  সম্পদ
এটা ব্যতীত অন্য সব জাঁকজমক মূল্যহীন চমক ।


পৃথিবীর অস্তিত্বের মূলে মানুষের ভালোবাসা
এটা নিঃশেষ হলে মহীর প্রকৃতি পোড়া কয়লা ।
ভালোবাসা হীন সমাজ শীতের  শুকনো ঝরা পাতা
মানুষের জন্য তা হতাশার  বর্ণহীন বিহ্বলতা ।
ভালোবাসা ই পারে দিতে শান্তি , সুষমা , সৌরভ ও প্রফুল্লতা
স্বর্গের  বারিধারা বয়ে আনে প্রাণের মায়া মমতা ।


দূর করতে হবে আত্মার হিংসা-বিদ্বেষ , নোংরামি  ও সংকীর্ণতা
বাড়াতে হবে মানুষে মানুষে একতা ও আন্তরিকতা ।
হে মানব কুল ! মানব প্রেমকে বাঁধবে না কোন ফ্রেমে
তা হলে , মানব সভ্যতা ধ্বংস হবে পাতাল শর্বরের গহীনে ।
হয় গো যদি জাহানে নিষ্কলুষ মঞ্জুল মানব হৃদয়ের বন্ধন
আরশে বসে সৃষ্টিকর্তা  মানুষ জাতি কে জানাবে শ্রেয় অভিনন্দন  ! !


শরীফ নবাব  হোসেন ।