১৫/০২/২০২১ ইং , সময় – রাত – ১০-৩০ মিনিট ।


নিরবশেষ  জীবন  ভাবনা ।।


জীবন টা চলমান এক নদী
বয়ে যায় নিরবধি
কুল-কিনারা তার নাই
অজানা পথে ঘাটে তরী ভাসাই ।


ক্ষণিকের মায়ার জালে সে বাঁধে
হারিয়ে বিরহ-বেদনায় কাঁদে
কেউ চির  বিদায় নিয়ে যায়
কেহ বা আবার নতুন সাজে আসে ।

যাওয়া আসার পালা
কারো গলে পড়ে মালা
জীবন যুদ্ধে হয়ে পরাজয়
কারো বাড়ে হৃদয় জ্বালা ।


ধরায় নিত্য মানুষের অশেষ
আকাঙ্ক্ষা , প্রাপ্তি র অসীম চাওয়া
এরই ভিড়ে জীবন সমুদ্রে
অথৈ ই ঠাঁই না পাওয়া ।


মহী তে , কখন কার কী ঘটে
টের পায় না একটুও বটে
কখনো হতাশা , কখনো খুব আনন্দ
চলার বেলায় তা থাকে না বন্দ ।


জগৎ যাত্রায় সুখের পরম আশায়
অনেকে বেহুঁশ চরম অন্ধ
অতি চাকচিক্য লালসার অন্তরালে
জীবনে নেমে আসে ভরাডুবি র গল্প ।


সবাই থাকে মোহ-মায়ার জালে আবদ্ধ
জীবনের পরিসমাপ্তি তে সবই হয় স্তব্ধ
হিসেব নিকেশ পারে না কষতে
বিধির বিধানে হয় কর্পর চষতে ! !


     শরীফ নবাব হোসেন ।  
( আজকের কবিতা টি আমার অতি প্রিয় কবি – অবিরুদ্ধ মাহমুদের ‘’ জীবন আর বহমান নদী ‘’ কবিতা থেকে প্রেরণা পেয়ে সচেষ্ট  হই । তাই আজকের ক্ষুদ্র প্রয়াস টুকু তাঁর  সম্মানে আসরে
উৎসর্গ করলাম ।)