২২/১০/২০২০ ইং , বেলা – ১১- ০০ টা ।


নিঃস্ব  ও  বঞ্চিত দের  দিন  !


কেহ কেহ রাত দিন খাটে  
দু’বেলা অন্ন নাহি জুটে
চোখে নেই ঘুম
কাজের চাপের ধুম
চোখে মুখে হতাশা
জীবিকার সন্ধানে দুরাশা ।


পড়নে  নেই কাপড়
ভুল-শুদ্ধে খেয়ে থাকে থাপ্পর
শিক্ষার নেই সুযোগ
নেই কারো বিরুদ্ধে  অভিযোগ  
চিকিৎসা পায় না রোগ শোকে
মরতে হয় ধুকে ধুকে ।


আছে শুধু ওদের অবজ্ঞা আর অবহেলা
শোষণ , বঞ্চনার বুকে নিয়ে জ্বালা
এখনো লক্ষ মানুষ আশ্রয় হীন
রাস্তায় , ফুটপাতে , এখানে সেখানে ঠিকানা বিহীন
এদের দুঃখের কথা শুনার নেই কেউ
অথচ , চারিপাশে অজস্র স্বচ্ছল লোকের ঢেউ ।
    
বিত্তহীনের জীবন এলোমেলো
চলে পরিকল্পনা বিহীন দিনগুলো
জীবনের তথ্য আসে না পরিসংখ্যা নে
কত হিসেব নিকেশ হয় দেশের অঙ্গনে
ক্ষমতার ঘটে রং বদল , পালাবদল
পরিবর্তন নেই অসহায়দের ভাগ্যের আদল  ।


কত নেতা , সমাজ হিতৈষী , সুধী জন যায় আসে  
থাকে না কেহ বঞ্চিত দের পাশে  
বক্তৃতা , মিডিয়া , টক শোতে তাদের জন্য অযুত মায়া কান্না
কিন্তু , বাস্তবে দুঃস্থের কাজে লাগে না সে বাহানা ।


কারো কারো অবিরত চলে ক্ষমতার জারিজুরি
আহার , বিহার , আমোদ-প্রমোদের সমাহার ভুরি ভুরি
গাড়ি , বাড়ি , নারী ও বিচিত্র তার বাহার
গড়েছে অবৈধ ধন-সম্পদের পাহাড়
সাজে সমাজ সেবক , দরদী নেতার পুরোধা
হৃত-দরিদ্রের পাশে নেই কারো দেখা ?


(  আজকের কবিতা টি আমার অতি শ্রদ্ধেয় প্রিয় কবি গোপাল চন্দ্র সরকারের  ‘’ কিসের মজবুরি  ? ‘’  কবিতার মন্তব্যের কলামে লিখতে উৎসাহিত হই ।  তাই আজকের প্রকাশনা টি সম্মানিত প্রিয় কবিকে আসরে উৎসর্গ  করলাম । )  


শরীফ নবাব হোসেন ।