৩১/০৩/২০২০, সময় – দুপুর – ১২-২০ মিনিট

নিস্তব্ধ  প্রকৃতি  !


নেই  পাখিদের কলরব
কিচিরমিচির কলতান
কোকিলের সু্রে সু্রে গান
কুকুরের ঘেউ ঘেউ
সারা প্রকৃতি  নিশ্চুপ
শান্ত, স্তব্ধ, সুনসান!


মনে হচ্ছে ,
পৃথিবীর ভারাক্রান্ত বিপদে
অগণিত মানুষের মৃত্যুতে
নিজ নিলয়ে সবার বন্দিত্বে
তাদের নির্জীব অসহায়ত্বে
আপনজনের সাথে আপনজনের
সামাজিক বিছিন্নতায়
বাহ্যজগৎ আজ শোকে বিহববল !


এমন সময় নিসর্গের সবকিছু
পশুপাখি, গাছপালা
কীট-পতঙ্গ, পোকামাকড়
মানবের এ মহামারীর আক্রান্তে
করোনার রাহুগ্রাসে, তাণ্ডবে
মানুষের সাথে সহমর্মিতায় ও ভালোবাসায়
একাত্মতা ঘোষণা করেছে ।


মানবজাতি প্রকৃতিকে দূ্রে ঠেলে দিলেও
তার উপর অনেক অত্যাচার, অবিচার,  
ক্ষয়,নিধন, দূষণ চালালেও
জগৎ-প্রকৃতি মানুষকে দুর্দিনে
কাছে টেনে আপন করে নেয়  ।


তাই আজ মনুষ্যকুলের
ভয়াল-সন্ত্রস্ত আর্তনাদে
প্রকৃতি  যেন আজ ক্ষত-বিক্ষত,
মনে প্রাণে শোকার্ত  
অন্তর জ্বালায় দগ্ধ,
তাই সমস্ত বসুমাতার প্রকৃতি
এমন সময় নীরব নিস্তব্ধ  ।


শরীফ নবাব হোসেন ।