৩০/১২/২০২০ ইং, সময় – সন্ধ্যা – ৬-৩৫ মিনিট ।


নতুন  দিনের  শপথ  ।।


নতুন দিনের শপথ
সন্ধানে আলোকিত পথ ।
নতুন বর্ষের নব দিন
শুব কর্মের শপথ নিন।
নতুন বছরের শুভা গমন
দেশের সেবায় করবো পণ ।
অধুনা কে অনন্ত স্বাগতম
করবো শান্তি-সুস্থির অন্বেষণ ।


নতুন দিনের আহবান
মানব কল্যাণে মোদের আত্মদান ।
নতুন দিনের আগমন
গাইবো গণ-মানুষের জয়গান ।
নতুন বছরের প্রতিজ্ঞা
অন্যায় , অবিচারের প্রতিবাদ ও অবজ্ঞা ।
নবীনে অসত্যের বিরুদ্ধে লড়বো
আমাদের সত্যের দেশ গড়বো ।


নতু্নে খুঁজব শান্তি
দূর করবো অশান্তি ।
নব বর্ষের অবদান
কমবে মানুষের মাঝে ব্যবধান ।
নতুন বছরের প্রত্যাশা
পূরণ হবে সবার আশা ।
নব দিগন্তের আহবান
হবে পাপ-পঙ্কিলতার অবসান ।


দূর হবে পুরাতনের জঞ্জাল  
হবে নতুন উদ্যম-আশার সঞ্চার ।
আগামীর কাছে সবার প্রত্যাশা
মানুষ পাবে অবিরত ভালোবাসা ।
বিনাশ হবে সকল বৈষম্য
এটাই সবার প্রাণের কাম্য ।
কু-শাসন ,শোষণ , নির্যাতন
পায়ে দলে ঘটবে নির্বাসন ।


হত্যা , জুলুম , আগ্রাসন
নতুনের কষাঘাতে নরকে গমন ।
নতুন দিনে নতুন চিন্তা-ভাবনা
নরাধম ও পশুত্ব আর না !
আমরা সবাই করবো দীপ্ত পণ
মানব কল্যাণে নিবেদিত রব আজীবন ।
ছিন্ন করবো তিমিরের ইন্দ্রজাল
উদয় হবে নব দিনমণির সকাল ।


শরীফ নবাব হোসেন ।