০৬/০১/২০২০, সময় – সকাল – ৮-০০ টা


অন্তিম  যাত্রা


সবাই গেছে যে পথে
আমাদেরও যেতে হবে
সে পথে-----
টাকা-পয়সা, সহায়-সম্পদ যা কিছু
রেখে যেতে হবে এপারে
শুধু শূন্য হাতে যাব ওপারে
চড়তে হবে চার জনের কাঁধে
কাঠের তক্তায়
সেদিন সবাই কথা বলবে
তুমি থাকবে শুধু নিরবে
চোখ দুইটি তোমার বন্ধ
দেহটা নিথর শক্তিহীন ।


নিয়ে যাবে মাটির ঘরে  
শোয়াইবে মাটির  বিছানায়
রেখে   চলে আসবে সবাই
জীবনে হয়তো করেছো বহু জবরদখল
আজকে যাবে শূন্য হাতে
সাথে যাবে তোমার কর্মফল ।


সব কিছু আজ চিরতরে বন্ধ  
দুই্দিন পর দেহ পঁচে হবে গন্ধ
কর্মফল খারাপ হলে কপাল মন্দ
আজকে তোমার নেই কোন দাম
জীবনে যা কিছু করে গেছো
স্মৃতিতে থাকবে তার চিহ্ন ।


তুমি হয়ে গেছো আজ নিচ্ছিন্ন  
দুনিয়া থেকে বিচ্ছিন্ন
উভয় জাহানে এখন তুমি ক্ষমতাহীন
একটু পরে হবে সওয়াল-জওয়াব
পূণ্য যদি কিছু থেকে থাকে
তবে দিতে পারবে তার জবাব
এখানে থাকবেনা কোন সাহায্যকারী
কর্মফলই হবে একমাত্র সাথী-সহকারী
চলবে মালিক এক আল্লাহতায়ালার জামিনদারী ।  
  
শরীফ নবাব হোসেন