তারিখ ঃ – ২৭/০১/২০২১ ইং , সময় – ১০-০৫ মিনিট ।


অধিকার খর্ব  !


অধিকার চিরন্তন
কিছু অধিকার সৃষ্টিকর্তা ই করে
দিয়েছেন জন্ম থেকেই নির্ধারিত ।
যা মানুষ ভোগ করে থাকে ।
কিছু অধিকার সমাজ ও রাষ্ট্র  
কর্তৃক নির্ধারিত । স্বাধীন ভাবে
কথা বলা , চলাফেরা , শিক্ষা ,
চিকিৎসা , বস্ত্র , আবাস , ভোট
ও ভাতের অধিকার । ইদানীং এগুলো
বেশী বেশী চরমভাবে হচ্ছে
লঙ্ঘিত ও ভূলুণ্ঠিত ।


সমাজে বা রাষ্ট্রে  যেখানে
যে বা যারা ক্ষমতাধর ও ক্ষমতা সীন ,
তারা অনায়াসে খর্ব করছে
সাধারণ মানুষের অধিকার !
প্রয়োগ ও ব্যবহার করতে দিচ্ছে না
যার যার অধিকার । ক্ষমতার
অপব্যবহার করে অধিকার
করা হচ্ছে হরণ , জনগণ
সেখানে অতীব অসহায় ,
যেন হাত-পা বাঁধা , কণ্ঠে  
ফাঁস , চেয়ে চেয়ে দেখা ও
আফসোস করা ব্যতীত
অন্য কোন পথ থাকে না ।
  
হালের একটা ফ্যাসন –
মুখে মুখে গণতন্ত্রের কথা বলে ,
ন্যায়-নীতি ও স্বচ্ছ তার কথা বলে ,
মানুষের অধিকারের কথা বলে ,
কিন্তু  কাজে সম্পূর্ণ  উল্টো !
অধিকার তুলে রাখছে ছিকায় ,
কারণ , তা বিড়ালে খেয়ে ফেলবে ,
আর নিচে বসে অধিকারের কথা বিকায় ।
বর্তমান কালে দর্প করে খর্ব
করে অধিকার , আর তাতে আশ্রয়
নেয় হাজারো কূটকৌশল , রাষ্ট্র যন্ত্রের
ব্যবহার ও মিথ্যার ।


অধিকার করেই খর্ব
গণতন্ত্রের জন্য লড়বো
শেষে মোরা স্বর্গে  যাবো ।


শরীফ নবাব হোসেন ।