০৩/১২/২০২০ ইং , সময় – রাত- ৮-৩০ মিনিট ।


অঘটন  ঘটন  পটীয়সী  স্যার  ( ব্যঙ্গ কবিতা )   ! !


হ্যাঁ স্যার , জী স্যার , কিছু লাগবে স্যার ?
আপনি বড় মহৎ স্যার ।
আপনি ভীষণ তুলনাহীন
আপনার কাজকর্ম নজির বিহীন ।
স্যার , আপনার সবকিছু অদৃশ্য
মহান হিসেবে আপনি বিবেচ্য !
আপনার হাত অনেক লম্বা
কাল কাজের দীর্ঘ খাম্বা ।
লোভ লাল সায় মনটা চাম্বা
করেন শুধু হাম্বা হাম্বা ।


মহাশয় , আপনি অঘটন ঘটন পটীয়সী
পকেট ভারী না হলে চটেন বেশী ।
উপর ওয়ালার সাথে সম্পর্ক বেশ শক্ত
তোষামুদিতে হর হামেশা দারুণ পোক্ত ।
তৈল বাজিতে বসের নেই জুরি
তাইতো প্রমোশনে সোয়া কুড়ি !
ক্ষমতার পালা বদলে পালটায় রং
স্বার্থ সিদ্ধি তে করে ছং ভং ঢং ।
বিষাক্ত  সাপের ন্যায় খোলস বদলায়
যার কাছে যায় , তার মন মাতায় ।


আমার সাহেবের ভোগ বিলাসে নেই কমতি
কারো মাথায় বারি দিতে ঠিক থাকে না মতিগতি ।
উপরি পাওনা তে তার পরম সুখ
তখন খুশিতে বেজায় ভরে মুখ ।
স্যার টেবিলের উপর রাখছি ফাইল
প্রয়োজনে শেয়ালের মতো দিয়েন চাল ?
আরো রাখছি ঠাণ্ডা  পানি , গরম পানি
চা , কপি , ওয়াশ রুমে ইয়ার প্রেশনার ,
বেলা বাজে দুই টা , যা যা লাগে দিয়েছি সব
আজকের মতো সমাপন করি মোর জব । ।


শরীফ নবাব হোসেন ।