২৪/০২/২০১৯


ঐক্যের   গান


আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো
মিলেমিশে অটুট চিরকাল,
বিভেদ হবো না, স্থবির হবো না
গতিময় ছন্দে পথ চলবো
মহৎ কাজের গুচ্ছ নিয়ে ছড়িয়ে পড়বো
হাতে হাত ধরবো
আলোকিত সমাজ গড়বো
মংগল দূত হয়ে বাতাসে উড়বো ।


তুমি, আমি, সেই, আমরা
থামবার মতো নই, হয়েছি দুর্নিবার
আমাদের আছে ঐক্য ভালবাসার
পাথেয় তা সামনে এগিয়ে যাবার
সকল কাজে হবো দূরন্ত
জাগরণে প্রাণের আকাঙ্খা অফুরন্ত ।


নতুন সৃষ্টিতে থাকবো অবিচল
সৃজিব বিশ্বে অমিত কারুর পর্বত
আমরা ঘুরবো গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জে
সৌর জগতের শিলায় শিলায়
মহা সমুদ্র সৈকতের বালি কণায়
পৃথিবীর সমস্ত অপরূপের কুঞ্জে কুঞ্জে ।


আমরা হবো জগতের মানুষদের আশীর্বাদ
দূর করে দিব পাপ, পংখিলতা ও সংকীর্ণতার অভিশাপ
আমরা বাংলা কবিতার আসরের কবি
হবো শান্তি, সাম্য,অনুপম অগ্রযাত্রার প্রতিচ্ছবি ।


শরীফ নবাব হোসেন, স্য।ম্ব, মীরবাড়ী, দেওয়ানহাট ।