তারিখ ঃ – ০৭/০৮/২০২০ ইং , সময় – সন্ধ্যা – ৭ -০০ টা


‘’ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ,
তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে ‘’ ।


কবিতা ঃ


নিতান্ত  কলঙ্কিত সামাজিক ব্যাধি অন্যায়
যারা করে তাদের হিতাহিত হুশ-জ্ঞান নাই ।
একটা অপরাধ শত অন্যায়ের জন্ম দেয়
অন্যায়ের মাধ্যমে তারা অবৈধ সুযোগ টা নেয় ।  
ব্যক্তি , সমাজ , রাষ্ট্র  যেখানে ই অন্যায় দেখ
সেখানে অকপটে  তার টুঁটি চেপে ধরো ।
ঘুষ , দুর্নীতি , স্বজন প্রীতি , কালোবাজারী , মজুতদারি ,
ভেজাল কারী  , দায়িত্ব ও কর্তব্যের অবহেলা , চোরা কারবারী ,
মানব  পাচার , দ্রব্য মূল্যের উর্ধব গতি ঘটানো ,
ইভটিজিং , ধর্ষণ এ কাজ গুলো জঘন্য অন্যায়
এ সবের সাথে চিরতরে আত্মা থেকে আড়ি , ভাসিয়ে দেবো আদর্শের বন্যায় ।


অন্যায় গুলোর হোতা দের বিরুদ্ধে  দাঁড়াতে হবে রুখে
সকল ভয়-ভীতি , ইতস্ততঃ তা  ছাড়ি , সাহস নিয়ে বুকে  ।
অন্যায় কারীদের বিরুদ্ধে  চালাতে হবে সামাজিক আন্দোলন
সাধারণ জনতা কে জাগাতে হবে সচেতন ।


গণতন্ত্রের চর্চা কে গড়তে হবে শক্তিশালী
তাহলে , জনগণ থাকবে অন্যায়-অপরাধ প্রতিরোধে সোচ্চার ও সাহসী । ।  


রাষ্ট্র  কর্তৃক মানুষের অধিকার আদায়ে থাকবে সুব্যবস্থা  
তাতে ঘটবে অপরাধীদের অপকর্মের দুরবস্থা ।
দেশে নিশ্চিত হবে আইনের শাসন ও এর সঠিক প্রয়োগ
তবে ক্রমান্বয়ে  ধারা বইবে অন্যায়-অপরাধের বিয়োগ ।
অন্যায়-অপরাধকারীকে দমনে গণ মাধ্যম থাকবে সজাগ ও স্বাধীন
তখন তাদের কর্মকাণ্ডের গতি হবে শৃঙ্খলিত , পরাধীন ।


অন্যায় মুক বুজে সহ্য করাটা  সমান প্রশ্রয় দেয়া ও অন্যায়
এটা বার বার হলে হারিয়ে যায় সত্য ও ন্যায় ।
জনগণের দৃঢ় প্রতিবাদ ও প্রতিরোধ ই অপরাধ কারীর যম
জন রোষ , জন শক্তি , জন-সচেতন তাই নির্মূল করবে এ কালো হাত নির্মম  । ।


শুধু ঘৃণা দিয়েই অবসান হবে না অন্যায় ও অপরাধ কারীর কাজ
সামাজিক আন্দোলন ই আনতে পারে এদের কলুষিত জীবনের সর্বনাশ  ।  
সমাজ ও রাষ্ট্র   ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে হবে – ''  ভাল কাজের পুরস্কার  ও মন্দ কাজের শাস্তি  আর  তিরস্কার '' ।


কোন ধর্মে  অন্যায়ের নেই স্থান
নরগই একমাত্র তাদের অবস্থান  ।
সব ধর্ম ই  অন্যায় কে করে ঘৃণা
তা প্রতিরোধের আছে চূড়ান্ত  ঘোষণা ।
অন্যায় কাজ ও ধর্ম-কর্ম  চলতে পারে না একসাথে
সুতরাং ,  প্রভু কে মানলে অন্যায় বর্জন  করতে হবে জগতে । ।
  
শরীফ নবাব হোসেন  ।